কোটি কোটি টাকা খরচ করে এই পেসারকে কিনেছিল CSK, কিন্তু IPL-এ নামা নিয়েই দেখা দিল সন্দেহ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারত ৩-০ ফলে জয় পেয়েছে। কিন্তু গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলের তরুণ বোলিং অলরাউন্ডার দীপক চাহার হ্যামস্ট্রিং সমস্যায় ভুগতে শুরু করেছেন। যার ফলে তিনি নিজের বোলিং কোটাও শেষ করতে পারেননি। ডানহাতি পেসার তার স্পেলের দ্বিতীয় ওভার শেষ করার আগেই চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হন।

চাহার ওভারটি সম্পূর্ণ করতে পারেননি এবং হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। হ্যামস্ট্রিং সমস্যার ফলস্বরূপ, চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও মিস করবেন। সূত্র মারফত পাওয়া খবর অনুসারে, তিনি আইপিএল ২০২২-এ ফিট হয়ে উঠবেন কিনা সেই নিয়েও সন্দেহ আছে।

deepak chahar 2

গত আইপিএল নিলামে চেন্নাই অনেক কাঠ-খড় পুড়িয়ে তাকে দলে নিয়েছিলেন। চাহার ১৪ কোটি টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন। এখন তার চোট একেবারেই সুবিধার দেখাচ্ছে না। খুব সম্ভবত তিনি আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন।

তাকে বাদ দেওয়া হলে তা ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়ের নিজের জন্যও বড় ধাক্কা হবে। চাহার আইপিএল ২০২২-এর মেগা নিলামের দ্বিতীয় দামী বাছাই হিসাবে উঠে এসেছিলেন। মোট ৪টি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার জন্য বিড করেছিল। চেন্নাই ছাড়াও, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস তাকে দলে পেতে আগ্রহী ছিল। মার্চ মাসের শেষ থেকে শুরু হতে পারে আইপিএল। সেই সময়ের মধ্যে দীপকের ফিট হয়ে ওঠা কিছুটা সমস্যার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর