২৪ ঘণ্টায় ১০ লক্ষ ফলোয়ার! হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার সঙ্গে সঙ্গেই ঝড় তুললেন মোদী

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘চ্যানেল’ ফিচার যুক্ত হয়েছে। সেই চ্যানেল খুলছেন সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদ-সহ তাবড়-তাবড় ব্যক্তিরা। হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর সেখানেও তাঁর ম্যাজিক অব্যাহত। ২৪ ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ১০ লক্ষ ফলোয়ারের গণ্ডি পার করলেন প্রধানমন্ত্রী। যা কার্যত তাঁর ম্যাজিক।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার যুক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রথম পোস্ট করা হয় প্রধানমন্ত্রীর তরফে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গেল। বর্তমানে প্রধানমন্ত্রীর এই চ্যানেলে ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষেরও বেশি। তিনি যে দুটি পোস্ট করেছেন সেটারও একটিতে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার এবং অপরটিতে প্রায় ৮৭ হাজার রিয়্যাকশন পড়েছে। লোকসভা ভোটের আগে মোদীর এহেন জনপ্রিয়তা দেখে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

কী হবে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে? এই চ্যানেলের অ্যাডমিনের তরফে বিভিন্ন কনটেন্ট শেয়ার করবেন ফলোয়ারদের সঙ্গে। প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকে শুরু করে তাঁর ঘোষণা, প্রচারের ঝলক সবই তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। উল্লেখ্য, এই চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী-সহ অন্যান্য নেতারা।

modi wp

কীভাবে প্রধানমন্ত্রীর চ্যানেলে যুক্ত হবেন?

প্রথমে হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। এরপর চ্যাটের পাশে ‘আপডেটস’ অপশনে যান। নীচে লেখা রয়েছে ‘ফাইন্ড চ্যানেল’ অপশন। সেখানে নরেন্দ্র মোদীর নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। তাহলেই যুক্ত হয়ে যাবেন চ্যানেলের সঙ্গে। তাঁর পোস্ট করা ছবি বা ভিডিওতে রিয়্যাকশনও দিতে পারবেন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর