সুশান্ত থেকে শাহরুখ, ISRO পৌঁছানোর আগেই চাঁদে জমি কিনে রেখেছেন এই ভারতীয়রা

বাংলা হান্ট ডেস্ক : তাঁদের মাটিতে এখন কেবল ভারতের (India) রাজত্ব। একটার পর একটা বিজয় পতাকা ওড়াচ্ছে আমাদের দেশ। চাঁদে প্রথম জলের খোঁজ পাওয়া থেকে শুরু করে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ, সবটাই ভারতের কৃতিত্ব। তবে জানেন কি চাঁদের মাটিতে জমিও (Moon Land) কিনে রেখেছে একাধিক ভারতীয় (Indian)। তালিকায় রয়েছে শাহরুখ খান (Shahrukh Khan) থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মত তারকার নাম।

শাহরুখ খান (Shah Rukh Khan) : তালিকার প্রথমেই রয়েছে বলিউড বাদশা শাহরুখের নাম। এমনিতেই দেশে বিদেশে প্রচুর সম্পতি রয়েছে এই তারকার। পাশাপাশি জমি রয়েছে চাঁদেও। তাই সেখানে ছোট্ট এক টুকরো জমি কিনে রেখেছেন তিনি।

shahrukh khan pathan

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) : একথা প্রায় সকলেই জানেন যে, মহাবিশ্বের রহস্যের উপর বিশেষ আগ্রহ ছিল সুশান্তের‌। ইঞ্জিনিয়ার তথা অভিনেতা সুশান্ত ৫৫ লক্ষ টাকা দিয়ে সুশান্ত চাঁদে এক টুকরো জমি কিনেছিলেন।

sushant singh rajput flat

নীরাজ কুমার (Neeraj Kumar) : তারকাদের পাশাপাশি কিছু সাধারণ মানুষ-ও চাঁদে নিজেদের জমি কিনে রেখেছেন। তাদের মধ্যেই একজন হলেন বিহারের বাসিন্দার নীরাজ কুমার।

shoaib ahmed 1264x720

শোয়েব আহমেদ (Shoaib Ahmed) : তালিকায় রয়েছে এক পাকিস্তানি নাগরিকের নামও‌। শোয়েব আহমেদ নামক ঐ ব্যক্তি তার স্ত্রীর ইচ্ছে পূরণের জন্য চাঁদে জমি কিনেছেন। ইনি পাকিস্তানের একজন সাধারণ নাগরিক।

বারবারা ওয়াল্টার (Barbara Walters) : আমেরিকার একজন নামকরা সাংবাদিকের নাম হল বারবারা ওয়াল্টার। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখির কাজেও যুক্ত তিনি। তার নামেও জমি রয়েছে চাঁদে।

জিমি কার্টার (Jimmy Carter) : পেশায় তিনি একজন ব্যবসায়ী। তিনিও চাঁদের জমি নিজের নামে করে রেখেছেন। ভবিষ্যতে চাঁদ কখনও মানুষের বসবাসযোগ্য হলে জিমির উত্তরসূরীরা সেখানে গিয়ে থাকতে পারবেন।

jimmy carter 1264x720

অভয় কুমার সেনাপতি (Abhay Kumar Senapati) : ভারতীয় নাগরিক অভয় কুমার সেনাপতির নামেও জমি রয়েছে চাঁদে। তিনি মূলত উড়িষ্যার বাসিন্দা এবং তিনি চাঁদে নিজের নামে জমি কিনে রেখেছেন।

টম ক্রুশ (Tom Cruise) : বিখ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ ও রয়েছেন এই তালিকায়। সম্পতির নিরিখে তারাকাদের মধ্যে প্রথমদিকে রয়েছেন তিনি। তার ফ্যান ফলোয়িং দেখে হিংসে হবে যে কারোরই। তিনিও চাঁদে জমি কিনে রেখেছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর