তিন প্ল্যাটফর্মে একসাথে ট্রেন, সিঁড়ি ধরতে গিয়ে পদপিষ্ট যাত্রীরা, চাঞ্চল্যকর ঘটনা বর্ধমান স্টেশনে

Published on:

Published on:

10 Passengers Injured at Bardhaman Station

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার পূর্ব বর্ধমানের (Bardhaman) বর্ধমান স্টেশনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ধমান (Bardhaman) স্টেশনে একযোগে তিনটি ট্রেনের যাত্রীদের হুড়োহুড়ি

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় চার, ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে একযোগে তিনটি ট্রেন পৌঁছায়। চার নম্বরে মেন লাইনে দাঁড়ানো ছিল বর্ধমান-হাওড়া লোকাল, ছয় নম্বরে রামপুরহাট লোকাল এবং সাত নম্বরে আসানসোল লোকাল। ট্রেন ধরতে গেলে যাত্রীরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে ফুটওভার ব্রিজে হুড়োহুড়ি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী আরও জানান, “সিঁড়িটি খুব ছোট। একই সময়ে তিনটি ট্রেন ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় চাপ আরও বেড়ে যায়। সেই চাপের কারণে কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন।”

রেল সূত্রের খবর, আহতদের অবস্থা স্থিতিশীল। তবে এই ঘটনায় বর্ধমান (Bardhaman) স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। সংকীর্ণ সিঁড়ি এবং পর্যাপ্ত রেলওয়ে নিরাপত্তা কর্মীর অভাবের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রেল প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হবে।

10 Passengers Injured at Bardhaman Station

আরও পড়ুনঃ ‘ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে’, দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

ঘটনার পর আহতদের দেখতে বর্ধমান (Bardhaman) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। তিনি রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন। বিধায়ক বলেন, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা রেলের প্রথম দায়িত্ব।’

রেল সূত্র জানাচ্ছে, আহতদের চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল।