মোহনবাগান সমর্থক নিজের দোকান ভরিয়ে দিলেন লাল হলুদ রঙে।

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় ঘটি বাঙাল বিভেদ সর্বকালীন। কিন্তু এই বিভদেও আছে মিষ্টতা নয়। এক কট্টর মোহনবাগান সমর্থকের এমনই চিন্তাভাবনা। নাকতলার নিতাই। তাঁর ছোট্ট চায়ের দোকানে ভিড় করেন অসংখ্য লাল হলুদ সমর্থক। দোকানের রং দুই দলকে ফিফটি ফিফটি ভাগ করে দাওয়া হয়।ছোট্ট এই দোকানে বসে ডার্বির আঁচ নেন অসংখ্য মানুষ। ইস্টবেঙ্গলের শতবর্ষে নিতাই তাঁর দোকানের অর্ধেক অংশ রাঙিয়েছেন লাল-হলুদ। আর বাকি অর্ধেকটা ঘটিদের আবেগের রং সবুজ মেরুন।

দোকান মালিক নিতাই সামন্ত বললেন, “এই দোকানে যাঁরা আসেন তাঁদের বেশিরভাগই ইস্টবেঙ্গল সমর্থক। দু দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক চলে।  কিন্তু ওই পর্যন্তই। তাঁর কথায় এ লড়াই চলবেই। তবে সবশেষে জিতবে কিন্তু ফুটবলই। আসলে বাঙালির প্রাণ যে ফুটবল…”

আসলে বাঙালির সেরা ফুটবলে হোক কিংবা পাতে চিংরি ইলিশের। ঘটি বাঙালের লড়াই চলতে থাকলেও এই মিষ্টতা বাংলার নিজস্ব।

সম্পর্কিত খবর