ভোটের একদিন আগে আমরণ অনশনে বুঝলেন তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্ত নস্কর

Published On:

সঞ্জয় কাপড়ী, পূর্ব মেদিনীপুর:বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পর এবার তমলুকের বিজেপির প্রার্থী অনশনে বসলেন। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ওপর ব্যাপক অত্যাচার করছে। নির্বাচন কমিশনার কে জানিও কোনো সুরাহা মিলছে না। এর প্রতিবাদে নির্বাচন কমিশনার দপ্তরের সামনে আমরণ অনশনে বুঝতে বাধ্য হলাম বলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর।

প্রার্থী আরো বলেন তমলুকে লাগামহীন সন্ত্রাস চালাচ্ছে জেলা পুলিশ এর বিহিত চাই। নির্বাচন কমিশনার যে বারবার পুলিশ-সন্ত্রাসী কথা জানিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি তাই অনশনে বুঝলাম যতক্ষণ না পুলিশের সন্ত্রাস বন্ধ হয়, ততক্ষণ অনশন চালিয়ে যাব।

কোন বিজেপি কর্মী বিজেপির পতাকা লাগালে পুলিশ প্রশাসন ছুটে আসছে বাড়ির মহিলাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে। গর্ভবতী মহিলা থেকে বয়স্ক মহিলা কাউকে বাদ দিচ্ছে না এরা।

বাড়ি ঘর ভাঙচুর চালাচ্ছে। এর যতক্ষণ না সুরাহ মিলে ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব বলেন তমলুকের প্রার্থী সিদ্ধার্থ নস্কর

সম্পর্কিত খবর

X