ওয়াইসির দীর্ঘায়ু কামনায় মহা আয়োজন, ১০১ টি ছাগবলি দিল ব্যবসায়ী

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতিই হামলা হয়েছে এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির উপর। বৃহস্পতিবার তাঁর গাড়ি লক্ষ্য করে তিন-চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। এবার মিম প্রধানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ১০১ টি পাঁঠাবলি দিলেন এক ব্যবসায়ী।

গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে মীরাটের কিঠাউর থেকে দিল্লি যাচ্ছিলেন ওয়াইসি। সেই সময়েই ছাজরসি টোল প্লাজার কাছাকাছি এলাকায় ২ দুষ্কৃতি তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই গুলিতে ওয়াইসির গায়ে আঁচড়টিও না লাগলেও ফেঁসে যায় তাঁর গাড়ির চাকা। এআইএমআইএম নেতার উপর এহেন হামলায় রীতিমতো শোরগোল পড়ে যায় উত্তরপ্রদেশ জুড়ে। চলে বিস্তর রাজনৈতিক চাপানউতোর।

কিন্তু এবার তাঁর মঙ্গল কামনায় ১০১টি পাঁঠাবলি দিলেন এক ব্যবসায়ী। বলির সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়েইসির দলের সদস্য এবং বিজেপি বিধায়ক আহমেদ বালালাও। ওয়েইসি ভক্ত এই বিধায়ক ইতিমধ্যেই বহু জায়গাতেই তাঁর মঙ্গল কামনা সেরে ফেলেছেন বলেই খবর।

পুরো ঘটনায় শচীন এবং শুভম নামের ২ অভিযুক্তকে গ্রেপ্তার করছে পুলিশ। অন্যতম অভিযুক্ত শচীনের দাবি ওয়েইসির বক্তৃতা শুনে আর মাথার ঠিক রাখতে পারেননি তিনি। তাই কয়েকদিন ধরেই তাঁকে হত্যার পরিকল্পনা করেন। এই কদিনে মারার সুযোগের আশায় ওয়েইসির সমস্ত জনসভা এবং প্রচারেই উপস্থিত হয়েছে ওই দুজন। কিন্তু উপযুক্ত সুযোগ মেলেনি কোথাওই।

owaisi aimim

অন্যদিকে জানা যাচ্ছে এই হামলার খবর প্রথমে বিশ্বাসই করতে চাননি মিম প্রধানের স্ত্রী। মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরে ওয়েইসি দেখেন স্ত্রী সেজে গুজে কোথাও বেরোচ্ছেন। সেই সময় তাঁকে দুর্ঘটনার কথা বললে তিনি নাকি বলেন, ‘রাখো নাটক! রোজ রোজ নতুন গল্প আর ভালো লাগে না’। এরপর অবশ্য টিভিতে খবরটি দেখিয়ে মায়ের ভুল ভাঙান ওয়েইসি কন্যা।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর