মোদীকে আশীর্বাদ দিতে জনসভায় পৌঁছালেন ১০৭ বছরের বৃদ্ধা, দেখে আপ্লুত সবাই! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দফার নির্বাচনীর প্রচারের জন্য আজ কোচবিহারের রাসমেলার মাঠে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ দফায় কোচবিহারের ৯ টি আসনে নেওয়া হবে ভোট। আসন গুলি হল … মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। এছাড়াও চতুর্থ দফায় কোচবিহার সমেত রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে আগামী ১০ এপ্রিল।

Even if you lose your voter card, you can still vote

   

আজ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় এক বৃদ্ধাকে দেখা যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে সভাস্থলে গিয়ে বসে ছিলেন। সোমবার থেকেই ওই বৃদ্ধা কোচবিহারের সভাস্থলে গিয়ে বসেছিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি করতে এসেছেন, তখন উনি বলেন, বাবাকে দেখতে এসেছি। তিনি বাবা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোঝাতে চেয়েছেন।

Modi

বৃদ্ধাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তিনি নরেন্দ্র মোদীকে কি বলতে চান, তখন বৃদ্ধা বলেন, ‘আমি শুধু ওনাকে এটুকুই বলতে চাই যে সবাই যেন শান্তিতে থাকে। উনিও যেন শান্তিতে থাকে।” বৃদ্ধার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিজেপির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘এটাই মোদী ম্যাজিক ১০৭ বছরের বৃদ্ধ মা মোদীজিকে আশীর্বাদ করবার জন্য কোচবিহারে বিশাল জনসভায় পৌঁছে গেছেন। এই মা কে আমাদের প্রণাম।”

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের জনসভায় ভাষণ দেওয়ার সময় এক বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর নজরে এই ঘটনা আসার পর তিনি নিজের ভাষণ থামিয়ে দেন। এরপর তিনি বলেন, ‘আমার সঙ্গে যেই ডাক্তাররা এসেছেন, তাঁরা একটু দেখুন। ওই মা কে জল দিন। ওনার দেখভাল করুন। আমার টিমের ডাক্তাররা ওনার কাছে যান এখুনি।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর