রামকথা শুনিয়ে উপার্জন করা ৫০ লক্ষ টাকা রাম মন্দিরের জন্য দান করল ১১ বছরের বালিকা

বাংলা হান্ট ডেস্কঃ অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য নিজের উপার্জন থেকে ৫০ লক্ষ টাকা দান করল ১১ বছরের বালিকা। গুজরাটের সুরাটের বাসিন্দা ১১ বছরের বালিকা ভাবিকা মাহেশ্বরি রাম ভক্তদের রামকথা শুনিয়ে ওই টাকা উপার্জন করেছিল। আর এবার সেই উপার্জনের টাকাই দান করল রাম মন্দিরের জন্য।

গত বছর মার্চ মাসে করোনা মহামারীর কারণে গোটা দেশে লকডাউন জারি হয়েছিল। লকডাউনের ফলে দেশের অফিস, কাছারি থেকে শুরু করে স্কুল, কলেজ সব কিছুই বন্ধ ছিল। লকডাউনে স্কুল যেতে না পারায় সে বাড়িতে বসে বসে ভক্তদের রামকথা শোনাত। ভাবিকা মাহেশ্বরির পরিবার জানায়, ভক্তদের রামকথা শোনাতে শোনাতে ভগবান শ্রী রামের মহত্ব জানতে পারে ভাবিকা। আর এরপরই সে ঠিক করে ভগবান রামের নব নির্মিত মন্দিরের জন্য সে কিছু না কিছু করবে।

768 512 10595165 439 10595165 1613117867821

রাম মন্দির নির্মাণের জন্য কিছু করার সংকল্প নিয়ে অর্থ সংগ্রহ অভিযান শুরু করে ভাবিকা। অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য যেই তহবিল গঠন করা হয়েছে, সেখানে তাঁর সংগ্রহের ৫০ লক্ষ টাকা দান করে ভাবিকা। ১১ বছরের এই বালিকা জানায়, তাঁর পরিবারের সদস্য বাবা-মা, ঠাকুমা-ঠাকুরদা তাঁকে রামকথা শোনাতে আর রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করার জন্য উৎসাহ দিয়েছে।

Bhavika M 780x500 1

ভাবিকা মাহেশ্বরির বাবা রাজেশবাবু জানান, ‘দেশের বহু মানুষ অয্যোধ্যায় শ্রী রাম মন্দিরের জন্য নিজের সাধ্যমত যোগদান করেছেন। আমার মেয়ে রামকথা শুনিয়ে যেই অর্থ উপার্জন করেছিল, সেটি পুরোটাই রাম মন্দির তহবিলে দান করেছে। আর এতে আমি অত্যন্ত গর্ববোধ করছি।”

Baisakhi Dutta

সম্পর্কিত খবর