১১০ বছর বয়সে প্রেম! কবরে যাওয়ার আগে হাঁটুর বয়সী মহিলার সঙ্গে চতুর্থ বিয়ে পাকিস্তানের চাচার

বাংলাহান্ট ডেস্ক : পরিবারে রয়েছেন মোট ৮৪ জন সদস্য। ঘরে আছেন তিনি বউ। তারপরেও ফের প্রেমের ফাঁদে পড়লেন পাকিস্তানের (Pakistan) এক বৃদ্ধ। শুধু তাই নয়, মাঝবয়সী এক মহিলাকে বিয়েও করে নিয়েছেন তিনি। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধের বয়স শুনলে চোখ কপালে উঠবে আপনারও।

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের মানসেহরা শহরের বাসিন্দা ওই বৃদ্ধের বয়স ১১০ বছর। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যে মহিলার সাথে তার বয়স ৫৫ বছর। খাইবার পাখতুনখোয়ায় আব্দুল হান্নান স্বাতীর ওই মহিলার সাথে বিয়ের ভিডিও ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই, এই বিয়ে নিয়ে নানা মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

আরোও পড়ুন : আর মিলবে না ট্রেনের টিকিট, বন্ধ হয়ে গেল কলকাতার এই বুকিং অফিস! সিদ্ধান্ত রেলের

সূত্রের খবর, বর্তমানে ওই বৃদ্ধের বাড়িতে ১২ জন সন্তান আছেন। শুধু তাই নয়, ভাগ্নে ও ভাইঝিরাও তার সঙ্গেই থাকেন। বৃদ্ধের বড় ছেলের বয়স ৭০ বছর। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। পাকিস্তানের মানসেহরা জেলার একটি মসজিদে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

11 06 512931256marriage1 ll

প্রসঙ্গত উল্লেখ্য, বিয়েতে “হক মেহর” হিসাবে ৫০০০ রুপি নির্ধারণ করা হয়েছিল। আব্দুল হান্নানের বিয়ের অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ১১০ বছর বয়সী এক বর তার স্ত্রীর হাতে গোলাপের ব্রেসলেট পরিয়ে দিচ্ছেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর