নির্বাচনের আগেই নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হবে গোটা রাজ্য, আজই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রকের সুত্র অনুযায়ী, আজ রাতেই রাজ্যে পা রাখছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। ১২ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির বাহিনী কলকাতায় নামবে আর বাকি ৩ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বর্ধমান স্টেশনে নামবে। প্রতিটি কোম্পানিতে ১০০ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

central force

হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বিধাননগর, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, বাঁকুড়া, বীরভূমে এই ১২ কোম্পানির বাহিনী মোতায়েন থাকবে। এরপর আগামী ২৫ ফেব্রুয়ারি আরও ১২৫ কোম্পানির বাহিনী রাজ্যে আসতে চলেছে। এই বাহিনীতে মূলত CRPF জওয়ানরাই থাকবেন।

নির্বাচনে হিংসা রুখতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে এবার শান্তিপূর্ণ ভোট করানোর আশ্বাস দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এবার রাজ্যে কড়া সুরক্ষা আর শান্তিপূর্ণ নির্বাচন করানোর আশ্বাস দিয়েছিলেন। বিজেপির তরফ থেকে নির্বাচনের আগে থেকেই রাজ্যে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দাবি তোলা হচ্ছিল। এমনকি রাজ্যে নির্বাচন বিধি লাগু করার দাবি জানিয়েছিল বিজেপি সমেত সমস্ত বিরোধী দল গুলো।

প্রাপ্ত খবর অনুযায়ী, একুশের নির্বাচনে ১ হাজার কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে রাজ্যে। এবার রাজ্যে পোলিং বুথের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ২০১৯ এর নির্বাচনে রাজ্যে মোট পোলিং বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার ৯০৩। এবারের বিধানসভা নির্বাচনে পোলিং বুথের সংখ্যা বাড়িতে ১ লক্ষ ১ হাজার ৭৯০ টি করা হবে বলে জানা গিয়েছে। মোট ২২ হাজার ৮৮৭ টি পোলিং বুথ বাড়তে পারে বলে সুত্রের খবর। আর এত সংখ্যক বুথের জন্য প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীও দরকার। সেই কারণে এবারের নির্বাচনে ১ হাজারের উপরে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে।

কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকবে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি–র জওয়ানরা।


Koushik Dutta

সম্পর্কিত খবর