বাংলাহান্ট ডেস্ক : বিরাট আর্থিক কেলেঙ্কারির হদিস ঝাড়খণ্ডে (Jharkhand)। সে রাজ্যের অবৈধ খনি (Illegal Mining) সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে নেমে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (CM Hemant Soren) ঘনিষ্ঠ সহযোগী পঙ্কজ মিশ্র (Pankaj Mishra), এবং আরও কিছু ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ অর্থের খোঁজ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। হেমন্তের অন্যতম রাজনৈতিক সহকারি হিসেবেই ঝাড়খণ্ডের রাজনীতিতে পরিচিত এই পঙ্কজ মিশ্র। জানা যাচ্ছে পঙ্কজ এবং দাহু যাদব-সহ বাকি ব্যক্তিদের ৩৭টি ব্যাঙ্ক একাউন্টে ১১ কোটি ৮৮ লক্ষ টাকার খোঁজ মিলেছে। ইতিমধ্যেই সেই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। শুক্রবার ইডির পক্ষ থেকে এই কথা জানানো হয়।
ইডির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন প্রমাণ এবং নথি থেকে বোঝা যাচ্ছে যে, বাজেয়াপ্ত করা নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ১২ কোটি টাকা সাহেবগঞ্জ বনাঞ্চল এবং আরও বেশ কয়েকটি এলাকায় অবৈধ ভাবে কয়লা খনন করে আয় করা হয়েছে।’
বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, ৮ জুলাই রাজ্যের সাহেবগঞ্জ, বরহত, রাজমহল, মির্জা চৌকি এবং বরহরওয়ার মোট ১৯টি জায়গায় একই সঙ্গে অভিযান চালায় ইডি। আর এই অভিযান চলাকালীনই এই বিরাট পরিমাণ অর্থের সন্ধান পায় ইডি আধিকারিকেরা।
ইডির পক্ষ থেকে আরও জানানো হয়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই টাকা ছাড়াও এই অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং প্রায় সাড়ে পাঁচ কোটি কালো টাকা উদ্ধার করা হয়েছে। এরই সাথে খনি অঞ্চলে পাথর কাটার জন্য ব্যবহৃত পাঁচটি যন্ত্রও এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।