আর্থিক প্রতারণার মুখে দিল্লীর এইমস, অ্যাকাউন্ট থেকে গায়েব ১২ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক :  দেশে ব্যাঙ্ক প্রতারনার খবর নতুন কিছ নয়। যেভাবে একের পর এক পিএমসি থেকে পিএনবি গ্রাহকদের নাজেহাল করেছে তাতে একপ্রকার ব্যাঙ্কে টাকা রাখতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। এবং চিন্তার ছাপও রয়েছে যথেষ্ট। দেশের বেশ কয়েকটি ব্য়াঙ্কে আর্থিক প্রতারনার জেরে লক্ষাধিক করে টাকা খুইয়েছে গ্রাহকরা।

এমনকি দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে গ্রাহককে প্রাতরনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এবার গ্রাহকদের মতো ব্য়াঙ্কের আর্থিক জালিয়াতির মুখে পড়তে হল দিল্লীর এইমস,দেশের নামী এই প্রতিষ্ঠানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট থেকে ১২ লক্ষ টাকা গায়েব হয়েছে বলে খবর।download 2 2

জানা গিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইতেই এইমস এর টাকা রাখা ছিল। কিন্তু আচমকাই দিন কযেক আগে
প্রতিষ্ঠানের নজরে আগে টাকা গায়েব হওয়ার কথা। বারো লক্ষ টাকা গায়েব হয়েছে। সংস্থার তরফে ক্লোনড চেক, দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

দেশের বানিজ্যনগরী মুম্বাই ও দেরাদুনের দুটি শাখা থেকে টাকা জালিয়াতি করা হয়েছে বলেই জানা গিয়েছে।ইতিমধ্যেই এইমস এর তরফে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে জালিয়াতির প্রমানও মিলেছে।

সম্পর্কিত খবর