ভারতে দাপট দেখিয়ে এবার ফিলিপিন্সে সাম্রাজ্য বিস্তার করবেন আদানি! জোরকদমে চলছে প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) সাম্রাজ্য বিস্তারের পর এবার বড় পরিকল্পনা গ্রহণ করছেন গৌতম আদানি (Gautam Adani)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি পোর্টের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি (Karan Adani) সম্প্রতি ফিলিপিন্সের (Philippines) প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়রের সাথে মালাকানাংয়ে একটি বৈঠক করেন।

যেখানে তিনি বলেছিলেন যে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (Adani Ports And Special Economic Zone Limited, APSEZ) ফিলিপিন্সে বিনিয়োগ করার পরিকল্পনা করছে। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, APSEZ লিমিটেড তার বন্দর উন্নয়ন পরিকল্পনার জন্য বাটানকে বিবেচনা করছে। কোম্পানিটি একটি ২৫ মিটার গভীর বন্দর তৈরি করার পরিকল্পনা করেছে, যেখানে পানাম্যাক্স জাহাজগুলিকে রাখা যেতে পারে।

Adani will expand its empire in the Philippines.

আদানি পোর্টের সাম্রাজ্য: রাষ্ট্রপতি মার্কোস ফিলিপিন্সে APSEZ-এর সম্প্রসারণ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি পরামর্শ দিয়েছেন যে এটি কৃষি পণ্য পরিচালনার বন্দরগুলিতে ফোকাস করতে পারে। যার ফলে ফিলিপিন্সকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে সক্ষম করে তুলবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, APSEZ হল ভারতের বৃহত্তম বন্দর ডেভেলপার এবং অপারেটর। যার ৭ টি কৌশলগতভাবে অবস্থিত বন্দর এবং টার্মিনাল রয়েছে।

আরও পড়ুন: ফের ইতিহাসের পুনরাবৃত্তি! এবারের IPL চ্যাম্পিয়ন হবে KKR, মিলে যাচ্ছে সব হিসেব

ক্রমশ উন্নতির পথে রয়েছে এই কোম্পানি: জানিয়ে রাখি যে, ২০২৪-এর মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে নিট মুনাফা ৭৬.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,০১৪.৭৭ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, বিএসই ফাইলিংয়ে কোম্পানিটি জানিয়েছে, দেশের বৃহত্তম লজিস্টিক কোম্পানি গত অর্থবর্ষের একই সময়ে নিট মুনাফা ছিল ১,১৩৯.০৭ কোটি টাকা।

আরও পড়ুন: ট্রেডমার্ক নিয়ে বিতর্ক, ভারতীয় কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ ইলন মাস্কের টেসলা

এদিকে, ২০২৪-এর চতুর্থ ত্রৈমাসিকে সম্মিলিত মোট আয় বেড়ে হয়েছে ৭,১৯৯.৯৪ কোটি টাকা। যেটি এক বছর আগে ছিল ৬,১৭৮.৪৫ কোটি টাকা। APSEZ বলেছে যে তারা ২০২৩-২৪ সালে দেশের মোট কার্গোর ২৭ শতাংশ এবং ৪৪ শতাংশ কন্টেইনার কার্গো পরিচালনা করবে। ভারতের পোর্টফোলিওতে তাদের দশটি বন্দর সর্বোচ্চ উচ্চ কার্গো ভলিউম হাসিল করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর