বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) সরকারের উপর থেকে সংকটের মেঘ সরার নামই নিচ্ছে না। সচিন পাইলট বিক্ষুব্ধ হওয়ার পর এবার এক বছর আগে কংগ্রেস সরকারকে বাঁচানো ১৩ জনের মধ্যে ১২ জন নির্দলীয় বিধায়ক গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেললেন। তাঁদের এই বৈঠকের পর রাজ্যের সমীকরণ বদলানোর আশঙ্কা দেখা দিয়েছে। জয়পুরের একটি হোটেলে হওয়া এই বৈঠকে জল্পনা ছড়িয়েছে।
যদিও বৈঠক করা নির্দলীয় বিধায়করা ড্যামেজ কন্ট্রোলের জন্য বলেছেন যে, তাঁরা গেহলট সরকারের সঙ্গে আছেন। তাঁরা বৈঠক নিয়ে কিছু তথ্যও ভাগ করে নিয়েছেন। নির্দলীয় বিধায়করা বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আমরা সবাই মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে আছি। তাঁরা বলেন, আমরা সরকারকে খালি পদ গুলো ভরার আবেদন জানিয়েছি। তাঁরা জানান, এই বৈঠক সরকারের কাছে গ্রাম সেবক আর পটওয়ারির খালি পদ গুলো ভরাট করা আর শ্রমিকদের নিয়মিত কাজ দেওয়ার প্রক্রিয়ার আবেদন করার জন্য ডেকেছিলাম।
তাঁরা জানান, আমরা করোনা সংক্রমণের সঙ্গে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাই আর ওনার নেতৃত্বে আমাদের বিশ্বাস আছে। এক বিধায়ক বলেন, রাজ্যে ক্যাবিনেট বিস্তার কবে হবে আর সেখানে কাকে নেওউয়া হবে সেটা নির্বাচন করার জন্য মুখ্যমন্ত্রীর অধিকার আছে। সরকারের উপর চার সৃষ্টি করা আর ক্যাবিনেটের বিস্তারের জন্য সময়সীমা বেঁধে দেওয়া জনতার স্বার্থে কাজ হবে না।
বলে দিই, একজন নির্দলীয় বিধায়ক এর আগে রাজ্যের রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। তিনি রাজ্যপালকে স্মারকলিপি দিয়ে সিরোহি জেলার বিকাশ ভবনে ভারত সরকারের কাছে নিজের সম্পর্কের ব্যবহার করে সহযোগ করার আবেদন করেছিলেন। তখন তিনি বলেছিলেন, সিরোহি জেলার মুখ্যালয়ে বড় একটি বিমান ঘাঁটি বানানো আছে। কিন্তু সেখানে হাওয়াই পরিষেবা চালু নেই। সেটি চালু হলে শহরে ব্যবসা আর শিল্পের সুযোগ বাড়বে।