বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের (Afghanistan) তখর প্রান্তে বুধবার রাতে আফগানী বায়ুসেনার হাওয়াই হামলায় তালিবানের কয়েকজন কম্যান্ডার সমেত ১২ জঙ্গি নিকেশ হয়েছে। এরা সবাই সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারে জঙ্গি হানায় যুক্ত ছিল।
স্থানীয় আধিকারিকরা বৃহস্পতিবার জানান, তখার প্রান্তে একটি গ্রামে বুধবার তালিবানি জঙ্গিরা আফগান সেনার উপর হামলা করেছিল। এরপর আগফগান বায়ুসেনা তালিবানি জঙ্গিদের উপর এয়ারস্ট্রাইক করে, এই স্ট্রাইকে কয়েকজন তালিবানি কম্যান্ডার সহ ১২ জন জঙ্গি নিকেশ হয়। যদিও এই স্ট্রাইকে কয়েকজন নাগরিকেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেটির তদন্তও চলছে।
MoD states "12 Taliban including several of their commanders" were killed in an Afghan Air Force strike in Takhar last night, probe into civilian casualty reports launched. These Taliban were involved in killing "a number of police" 2 days before, MoD said: Afghanistan's TOLOnews
— ANI (@ANI) October 22, 2020
এর আগে ২১ অক্টোবর তালিবানের হামলায় আফগানিস্তানের ২৫ জন সেনা জওয়ান প্রাণ হারায়। তখার প্রান্তে গভর্নরের মুখপাত্র জাভেদ হেজরি বলেন, এই মামলার পর সেনা আর তালিবানি জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। এই এনকাউন্টারে জঙ্গিদের বেশ ক্ষতিও হয় বলে জানা যায়। যদিও, এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে, ওই এনকাউন্টারে কতজন জঙ্গি নিকেশ হয়েছিল।