ঘরে ঢুকে পড়ল চিতা! বুদ্ধি খাটিয়ে সেই ‘লেপার্ড’কেই গৃহবন্দি করল বছর ১২’র নাবালক, ভিডিও দেখে হুঁশ উড়বে

বাংলাহান্ট ডেস্ক : মালেগাঁওতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে মোহিত আহিরের নাম। ১২ বছরের মোহিত এমন সাহসিকতার পরিচয় দিয়েছে যা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। এক অনুষ্ঠান বাড়ির নিরাপত্তারক্ষীর ছেলে মোহিত স্নায়ুর উপর নিয়ন্ত্রণের যে পরিচয় দিয়েছে তা আমাদের সবার কাছেই শিক্ষণীয়। মঙ্গলবার সকালে মালেগাঁও-নামপুর রোডের সাই সেলিব্রেশন ওয়েডিং হলে ঘটেছে এই ঘটনা।

এই ওয়েডিং হলের একটি ছোট্ট ঘরে সোফায় বসে মোবাইল ফোনে খেলছিল ১২ বছরের মোহিত। এমন সময় সেই ঘরের দরজা ঠেলে একটি চিতা বাঘ ভেতরে ঢুকে আসে। ১২ বছরের ছোট্ট মোহিত সেই চিতা বাঘটিকে দেখে বিন্দুমাত্র চিৎকার-চেঁচামেচি করেনি। এই গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেছে বন্দি হয়েছে। 

আরোও পড়ুন : নয়া ধামাকা বন্ধন ব্যাঙ্কের! FD থেকে শুরু করে সেভিংস, সুদের হার দেখলে মাথা ঘুরে যাবে আপনার

এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি চিতা বাঘ দরজা ঠেলে প্রবেশ করছে ঘরের ভিতর। সেই ঘরে দরজার পাশেই একটি সোফায় মোবাইল ঘাঁটছে এক শিশু। এই চিতা বাঘটি ঘরে প্রবেশের পর শিশুটিকে অবশ্য লক্ষ্য করেনি। চিতাবাঘটি ঘরের ভেতরে ঢোকার পর ছোট্ট মোহিতকে অগ্রাহ্য করে বাড়ির ভিতরে চলে যায়। এমন সময় ছোট্ট মোহিত সোফা থেকে নেমে বাড়ির বাইরে বেরিয়ে দরজা আটকে দেয়।

 

এই ঘটনা মোহিত এরপর খুলে বলে তার বাবাকে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় বনদপ্তরের কর্মীরা। এই ঘটনা জানতে পারার পর অসংখ্য স্থানীয় মানুষজন সেখানে এসে ভিড় করেন। যে সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেটি নিয়ে জোর চর্চা চলছে। সবাই ছোট্ট মোহিতের স্নায়ুর জোরের প্রশংসায় পঞ্চমুখ।  তবে ছোট্ট মোহিত যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে অতুলনীয়।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর