১২ বছরের পুরোনো ভুল, আজও দুঃখ দেয় অন্বেষা ওরফে উর্মিকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ্য শেষ হয়েছে জি বাংলার(Zee Bangla) ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকদের। সাত্যিক-ঊর্মির কেমিস্ট্রি মন ছুঁয়েছিল দর্শকদের। তবে এবার আর সাত্যিকের সঙ্গে নয়। নয়া অভিনেতার সঙ্গে ধারাবাহিকে ধরা দেবেন এই অভিনেত্রী। এখন সেই ধারাবাহিক নিয়েই ব্যস্ত তিনি।

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। জি বাংলার পর্দায় এবার নয়া চরিত্রে প্রিয় উর্মি। ‘খেলাঘর’ ধারাবাহিকের অভিনেতা সৈয়দ আরেফিনের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। যদিও চ্যানেলের তরফ থেকে কিংবা নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে পাকাপাকিভাবে কিছুই জানা যায়নি। তবে টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই প্রকাশ্যে আসতে চলেছে এই ধারাবাহীকের প্রমো।

ei poth jodi na sesh hoy 1200x900

তবে এত কিছুর মধ্যেও হঠাৎ করে নেট দুনিয়ায় ক্ষমা চাইলেন এই অভিনেত্রী। পুরনো ভুল স্বীকার করে প্রকাশ করলেন দুঃখ। ইনস্টাগ্রামে স্কুল জীবনের এক দিদির সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘”চিকেন পোকড়া টু চেরি কফ্” কিনবা “মামা ভুজিয়া টু মুভ” ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই একজন মানুষই ভরসা ছিলেন। “কনিকা দি” কনিকা দির হাত ধরে হস্টেল থেকে বেড়িয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হতো পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওনার বকুনির ভয়ে কম শরীর খারাপ করতো।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

তিনি আরও লেখেন আজ প্রায় দশ বছর হয়ে গেলো ওনার সেই বিখ্যাত বকুনির – “সব শরীর খারাপ করে পরে থাক, তোদের আর কী… যতো জ্বালা আমার, হাগলেও কনিকা, মুতলেও কনিকা।” নাহ খুব মিস করি আপনাকে। আর সেদিনও প্রায় বারো বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি… ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরো কয়েক জন মিলে আমরা,আপনার অনুপস্থিতিতে “আম পারার লগা” দিয়ে আপনার ঘর থেকে কাঁচ ঘরের চাবি চুরি করে ছিলাম টিভি দেখবো বোলে। এই কাজের জন্য আমি দুঃখিত’।

X