বক্স অফিসে বাবার ঝড়, ছেলে কাঁপাচ্ছেন মাঠ! টানা ৪ ম্যাচে ৫ টি সেঞ্চুরি “12th Fail” পরিচালকের পুত্রের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই যে সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হল “12th Fail”। দর্শক মহলে প্রশংসার বন্যায় ভেসেছে এই সিনেমাটি। যেখানে IPS মনোজ কুমার শর্মার (IPS Manoj Kumar Sharma) কঠোর সংগ্রাম এবং তাঁর সাফল্যের বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। যা ছুঁয়ে গিয়েছে প্রত্যেক দর্শকের মন। এই সিনেমাটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra)। পাশাপাশি, বর্ষীয়ান এই পরিচালক আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে আসেন সিনেমাটির মাধ্যমে।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা বিধু বিনোদ চোপড়ার পুত্রের প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি তাঁর বাবার মতোই এখন উঠে এসেছেন খবরের শিরোনামে। শুধু তাই নয়, তিনিও তাঁর অনবদ্য পারফরম্যান্সের ওপর ভর করে মুগ্ধ করেছেন সবাইকে। তবে প্রথমেই জানিয়ে রাখি যে, বিধু বিনোদ চোপড়ার পুত্র অগ্নি কোনো সিনেমার জন্য নয় বরং ক্রিকেটার হিসেবে সকলের নজর কেড়েছেন। তিনি মিজোরাম দলের হয় রঞ্জি ট্রফি খেলেন এবং সেখানেই একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

মুম্বই দলে হয়নি সিলেকশন: জানিয়ে রাখি যে, অগ্নি মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলতে চেয়েছিলেন। কিন্তু, সেখানকার রঞ্জি দলে তাঁকে নির্বাচন করা হয়নি। এরপর তিনি মিজোরামের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন এবং এখন তিনি এই ফরম্যাটে দুর্দান্ত রেকর্ড গড়ছেন। সিকিমের বিপক্ষে রঞ্জিতে অভিষেক হয় অগ্নির। যেখানে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অগ্নি।

টানা ৪ ম্যাচে করেছেন ৫ টি সেঞ্চুরি: সিকিমের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দেওয়া অগ্নি শুধু সেখানেই থেমে থাকেননি। বরং, এরপর তিনি দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৪ রান করেন। যদিও, দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১৫ রান করতে পারেন। নাগাল্যান্ডের পর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তৃতীয় সেঞ্চুরি করেন অগ্নি। মেঘালয়ের বিরুদ্ধেও চতুর্থ ম্যাচ খেলে দুই ইনিংসেই অগ্নি সেঞ্চুরি করেন। সেখানে তিনি যথাক্রমে ১০৫ ও ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

আরও পড়ুন: ফের বড় সাফল্য! রুপি মারফত পেমেন্টেই রাশিয়ায় দ্বিগুণ রফতানি ভারতের, চমকে দেবে পরিসংখ্যান

এই বিশেষ রেকর্ড গড়েছেন অগ্নি: প্রথম শ্রেণির কেরিয়ারে দুর্দান্ত শুরু করা অগ্নি রঞ্জি ট্রফিতে একটি বিশেষ রেকর্ড তৈরি করেন। মূলত, অগ্নিই প্রথম ব্যাটার যিনি কেরিয়ারের প্রথম ৪ ম্যাচে ৫ টি সেঞ্চুরি করেছেন। এর আগে কোনো ব্যাটারই এই কৃতিত্ব দেখাতে পারেননি। উল্লেখ্য যে, অগ্নি এখনও পর্যন্ত খেলা ৮ ইনিংসে ৭৭৫ রান করেছেন, যেখানে তাঁর গড় হল ৯৬.২৮।

আরও পড়ুন: এবার AI-এর দুনিয়ায় ধামাকা Reliance-এর! লঞ্চ হল Jio Brain, লক্ষ লক্ষ মানুষের কাজ হবে সহজ

লিস্ট A পরিসংখ্যান: প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করা অগ্নি এখনও পর্যন্ত ৭ টি লিস্ট A ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ২৪.৮৫ গড়ে মাত্র ১৭৪ রান করেছেন। বাঁহাতি ব্যাটার অগ্নি ফার্স্ট ক্লাস এবং লিস্ট-A ম্যাচ ছাড়াও ৭ টি T-20 ম্যাচও খেলেছেন। যেখানে তিনি ৩৩.৪২ গড়ে ২৩৪ রান করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর