বাংলা হান্ট ডেস্ক : ইদের (Eid) ছুটি কাটাতে বাইরে গেছিলেন। তবে ছুটি কাটিয়ে আর বাড়ি ফেরা হলনা। যাত্রীবাহী বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় একযোগে প্রাণ হারালেন অন্তত ১৩ জন। আহতের সংখ্যাও নেহাত কম নয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিডিয়া সূত্রে খবর, এই ঘটনায় মৃত ১৩ জনের মধ্যে ৪ জনই এক পরিবারের। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল ৮টা নাগাদ। ইদের ছুটি কাটিয়ে পিক আপ ভ্যানে করে ফিরছিলেন বেশকিছুজন। উল্টোদিক দিয়ে আসছিল যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পিক ভ্যানের উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রায় ১১ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ২জনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি ওপার বাংলার (Bangladesh)। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ভ্যানটি। ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের বেশিরভাগই ছিল পিক আপ ভ্যানের। দুর্ঘটনার পর আহতদেরকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। সেখানেই আরও ২ জনের মৃত্যু হয় বলে খবর। বাকি আহতরা এখনও চিকিৎসাধীন বলে জানাচ্ছে বাংলাদেশ প্রশাসন।
আরও পড়ুন : বাংলার নিজস্ব IPL, বড় উদ্যোগ নিল CAB! ফ্র্যাঞ্চাইজ নিল দুই সংস্থা
ঘটনা প্রসঙ্গে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জন মারা যান। নিহতরা পিক আপ ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল আপাতত বন্ধ।’