বাংলা হান্ট ডেস্ক: বসন্তের আমেজ রাজ্য জুড়ে। ফাল্গুনের বিদায়পর্ব, কিছুদিন পরেই শুরু চৈত্র মাস। এই আবহেই দক্ষিণবঙ্গ জুড়ে ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলা। এমনটাই জানাল হাওয়া অফিস (Alipore Weather Office)।
আজ মঙ্গলবার রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল থেকেই শুরু হতে পারে বৃষ্টি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় হালকা বৃষ্টি, কোনও জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। টানা দুদিন বৃষ্টি চলবে। শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবার থেকেই বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এই সব জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ‘এখন BJP ভালো লাগছে তাই যাচ্ছি’, TMC-কে ‘ধোঁকা’ দিয়ে সপাট জবাব ‘দলবদলু’দের
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার টানা ৪৮ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।