ফের জামিনের আবেদন খারিজ! আরও ১৪ দিন হেফাজতেই থাকতে হবে অনুব্রতকে

বাংলাহান্ট ডেস্ক : আবারও খারিজ হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদন। কেষ্টর আইনজীবীর কোনও অজুহাতই শুনল না আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালত। আবার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানো হল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। এই নিয়ে দু’বার বিচার বিভাগীয় হেফাজত হল গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত তৃণমূল নেতার। ২১ সেপ্টেম্বর আবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে।

প্রথমে দু’বার সিবিআই হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। তারপর তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিন আরও এক বার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় শোনানো হল কেষ্ট মণ্ডলকে।

এদিন জেল থেকে বার করে অনুব্রতকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ে তাঁকে জিজ্ঞেস করা হয় শরীর কেমন আছে? জবাবে অনুব্রত বলেন,’ভাল নেই।’ অনুব্রতর শারীরিক অবস্থার কারণ দেখিয়ে এদিন জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

বুধবারের শুনানিতে সিবিআই একাধিক নথি পেশ করেছে বলে জানা যাচ্ছে। তাতে অনুব্রতর আরও একাধিক সম্পত্তির কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এরমধ্যে গরু পাচার মামলার তদন্ত সূত্রে বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে অনুব্রতর সম্পর্কের বিষয়েও একাধিক তথ্য এদিন আদালতে জমা দেয় কেন্দ্রীয় সংস্থা। শুনানি শেষে অনুব্রতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের স্পেশাল সিবিআই কোর্ট।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর