ভারতীয় বিমান নয়’, মলদ্বীপে মুইজ্জুর ‘জেদে’ বিনা চিকিৎসায় মৃত্যু কিশোরের! ফুঁসছে মলদ্বীপের মানুষ

বাংলা হান্ট ডেস্ক : এবার ভারতের (India) বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ শুরু করেছে মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। চিনপন্থী মুইজ্জু এখন নয়া দিল্লিকে (New Delhi) প্যাঁচে ফেলার জন্য সর্বোচ্চ দাম চোকাতে প্রস্তুত। তাতে করে কারও জীবন চলে গেলেও তার জায় আসেনা। সম্প্রতি এমনটাই ঘটল সুসজ্জিত দ্বীপরাষ্ট্রে। মুইজ্জুর ভারত বিদ্বেষের জেরে বেঘোরে প্রাণ হারালো এক অসুস্থ কিশোর।

সূত্রের খবর, গত বুধবার মালদ্বীপের উইলমিংটন দ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বছর ১৪ এর এক কিশোর। ব্রেন টিউমারে আক্রান্ত এই কিশোরের অবস্থা যখন মরমর তখনও বজায় রইল মুইজ্জুর ভারত বিদ্বেষ। হঠাৎ স্ট্রোক হওয়ায় রীতিমত চোখে অন্ধকার দেখতে শুরু করে অসুস্থ কিশোরের পরিবার। আর কোনও উপায় না দেখে তার পরিবার যোগাযোগ করে মালদ্বীপের ‘আসান্ধা কোম্পানি লিমিটেডের’ কাছে।

জানিয়ে দিই, মালদ্বীপের দুর্গম স্থান থেকে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবার সমস্ত দায়ভার রয়েছে এই সংস্থার উপরেই। তবে এইদিন নাকি বারবার ফোন করেও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি পরিবারটি। প্রায় ১৬ ঘন্টা পর যখন জবাব আসে তখন অনেকখানিই দেরি হয়ে গেছে। মালের হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি ঐ অসুস্থ কিশোরকে।

আরও পড়ুন : ‘২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব, পাত্রী কে?’ ব্যাচেলর তকমা ঘোচাতে মরিয়া রুদ্রনীল, দিলেন বড় খবর

এই মর্মান্তিক ঘটনার পর থেকেই চরম সমালোচিত হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। কারণ খবর মিলেছে, ‘আসান্ধা কোম্পানি লিমিটেড’র তরফে জবাব না এলেও ভারতের দেওয়া ডরনিয়ার বিমান পরিষেবা চাইলেই পাওয়া যেত। হাতের কাছে প্লেন থাকা সত্ত্বেও তা ব্যবহার করা যায়নি মুইজ্জুর নিষেধাজ্ঞার কারণে। জানিয়ে রাখি, এতদিন ভারতের দেওয়া ডরনিয়ার এই বিমানটিই মালদ্বীপের ৯০ শতাংশ উদ্ধার কাজে ব্যবহার করা হত।

আরও পড়ুন : দশ বছরে ১ হাজার কোটির ঘাপলা! ED ‘কীর্তি’ ফাঁস করতেই শংকর বললেন, ‘ভগবান বিচার করবেন’

 

এই ঘটনার পর থেকেই মুইজ্জুর সমালোচনায় সরব হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্রের একাংশ। এইদিন সাংসদ মিকাইল নাসিম নিজের এক্স হ্যন্ডেলে লেখেন, ‘প্রেসিডেন্ট মুইজ্জুর ভারত-বিদ্বেষের খেসারতের যেন সাধারণ মানুষকে জীবন দিয়ে চোকাতে না হয়।’ গর্জে উঠেছে ভারতপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদও। যদিও এসব কোনোকিছুতেই ভারত-মালদ্বীপ কূটনৈতিক টানাপোড়েনকে হালকা করতে সক্ষম হয়নি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর