সবথেকে বড় গাড়ি বাজারে এনে তাক লাগিয়ে দিল টাটা! একইসাথে বসতে পারবেন ১৫ জন যাত্রী

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল টাটা মোটরস (Tata Motors)। ইতিমধ্যেই সংস্থা তার মাল্টি ইউটিলিটি গাড়ি উইঙ্গার (Winger) BS6-এর একটি নতুন রেঞ্জ লঞ্চ করেছে। পাশাপাশি, এটি নেপালে কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া MUV (Multi Utility Vehicle) হিসেবেও বিবেচিত হয়েছে। মূলত, এই সিরিজের গাড়িগুলি স্কুল, কর্মচারী, পর্যটন, ভ্রমণ এবং পণ্যবহনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

এই প্রসঙ্গে কোম্পানির কমার্শিয়াল ভেহিকেল বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ মালহোত্রা জানিয়েছেন যে, “টাটা উইঙ্গার BS6 মডেলটি সেই গ্রাহকদের জন্য একটি আদর্শ গাড়ি হতে চলেছে যাঁরা কম খরচে লাভজনক ব্যবসা করতে চান। আমরা নিশ্চিত যে টাটা উইঙ্গার এই বিভাগে একটি দুর্দান্ত গ্রাহক অভিজ্ঞতা প্রদান করবে।”

   

এর পাশাপাশি, সিপারডি ট্রেডিং-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সিদ্ধার্থ এসজেবি রানা বলেন, “গত কয়েক দশক ধরে টাটা মোটরসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সফলভাবে বাজারে অনেক সেরা গাড়ি সরবরাহ করেছে। টাটা উইঙ্গার নেপালের বাজারে প্রচুর সম্ভাবনা সহ একটি উপযুক্ত মাল্টি-ইউটিলিটি গাড়ি। আমরা নিশ্চিত যে, এটি নেপালি নাগরিকদের দ্বারা অত্যন্ত প্রশংসা পাবে।”

কি কি রয়েছে ফিচার্স: নতুন Tata Winger BS6-এ রয়েছে একটি 2.2-লিটারের DiCOR ইঞ্জিন। যা আরও ভালো টর্ক এবং ভালো ফুয়েল ইকোনমির সাথে উপলব্ধ থাকে। এছাড়াও, একটি ECO সুইচ এবং গিয়ার শিফট অ্যাডভাইজারও পাওয়া যায়। সর্বোপরি, খাড়া ঢালে এবং ফ্লাইওভারে ২৫.৮ শতাংশের গ্রেডেবিলিটি সর্বোত্তম মসৃণ যাতায়াতে সহায়তা করে। এছাড়াও, অ্যান্টি-রোল বার এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার সহ উইঙ্গারের স্বতন্ত্র ফ্রন্ট সাসপেনশনের মনোকোক বডি ডিজাইনের কারণে এটির স্থিতিশীলতা আরও বৃদ্ধি পেয়েছে।

NEW WINGER

 

 

এর পাশাপাশি, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে উইঙ্গার স্কুল মডেলটিতে এবিএস ব্রেকিং সিস্টেমের সুবিধা উপলব্ধ রয়েছে। সর্বোপরি গাড়িটিতে ফায়ার ডিটেকশন এবং সাপ্রেশন সিস্টেম রয়েছে। এছাড়াও, রয়েছে শক্তিশালী ফগ ল্যাম্প। শিশুরা যাতে নিরাপদ এবং আরামদায়ক ভাবে যেতে পারে সেইদিকটিও বিবেচনা করা হয়েছে। পাশাপাশি, উইঙ্গার কার্গো বিশেষভাবে সমসাময়িক শহুরে গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। সেক্ষেত্রে উইঙ্গারটি 1680 কেজির উচ্চ লোড ক্ষমতার পাশাপাশি 3240x1640x1900-মিমির একটি বড় কার্গো লোডিং এরিয়ার সুবিধা প্রদান করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর