বাংলা হান্ট ডেস্ক: গতকাল রাতেই ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আজ দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও ওড়িশার উপর একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে এই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কালবৈশাখীও হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর,আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়ার বইবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী দু’দিন বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ অধিক বৃষ্টির সম্ভাবনা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া ও কলকাতায়।
আরও পড়ুন: ‘ধাক্কা তো খাবেই’, চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দীপ্সিতা
আগামী ২ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তারপরে ৩ দিনে রাতের তাপমাত্রা খানিক কমতে পারে। চলতি সপ্তাহেই তাপমাত্রা দু’-তিন ডিগ্রি কমতে পারে। পাশাপাশি জারি থাকবে বৃষ্টির দাপট।
আরজিকর কান্ডে বিতর্কিত মন্তব্যের পর, পুজো উদ্বোধনে সৌরভ বললেন, ‘এই শেষ…’