ভোটের মুখে মোদী সরকারের বিরাট উপহার, ৮০ লাখ টাকার সুবিধা পাবেন মহিলারা!

বাংলা হান্ট ডেস্ক : দেশের মহিলাদের আত্মনির্ভর করে তুলতে একটার পর একটা ধামাকা প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র। যার মধ্যে একটা হল ‘ড্রোন দিদি স্কিম’ (Drone Didi Scheme)। এই স্কিমের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। যা তারা চাষের কাজে ব্যবহার করতে পারবে এবং এতে তরতরিয়ে আয়ও বাড়বে।

এখানে বলে রাখা ভালো, সমগ্র দেশে প্রায় ১০ কোটি মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীর (SHG) আওতায় অন্তর্ভুক্ত। এবং এই প্রকল্পের অধীনে সারা দেশে প্রায় ১৪৫০০ মহিলার হাতে এই ড্রোন তুলে দেওয়া হবে। তবে মূল আকর্ষণ তো অন্য জায়গায়। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার এই ‘ড্রোন প্রকল্প’ এর জন্য প্রায় ৮০ শতাংশ ভর্তুকি দেবে। বাকি ২০ শতাংশের ঋণ দেবে সরকার।

আরও পড়ুন : ‘PoK ভারতের অংশ, ওখানকার হিন্দুরা আমাদের, মুসলিমরা …’ অমিত শাহের মন্তব্যে পাকিস্তানে ঝড়

এবং এই যে ২০ শতাংশ ঋণ দেবে তাতেও রয়েছে একটি বিশেষ সুবিধা। এই সুদের ক্ষেত্রে অন্তত ৩ শতাংশ ছাড় দেবে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, একটি ড্রোন প্যাকেজের সম্ভাব্য মূল্য প্রায় ১০ লক্ষ টাকা এবং প্রতি ১০ লক্ষ ড্রোনের জন্য ৮ লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার।

আরও পড়ুন : শ্রীজাতের কবিতা, ২৪ পেলেই পাস! আমূল বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস

জানিয়ে রাখি, ড্রোন ছাড়াও, সম্পূর্ণ প্যাকেজে চারটি অতিরিক্ত ব্যাটারি, চার্জিং হাব, চার্জ করার জন্য জেনসেট এবং ড্রোন বক্স দেওয়া হবে। এবং যিনি ড্রোন ওড়াবেন সেই পাইলটকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। এবং ড্রোনের ডেটা বিশ্লেষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য অপর এক মহিলাকে কো-পাইলট হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, ড্রোন চালানোর আগে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। এবং তারপর এই ড্রোনের মাধ্যমেই ন্যানো সার এবং কীটনাশক স্প্রে করতে পারবেন তারা।

swanirbhar goshthi

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বলেন, ‘আগামী বছরগুলিতে দেশে ড্রোন প্রযুক্তি ব্যাপকভাবে বাড়বে। সেক্ষেত্রে ‘নমো ড্রোন দিদি’ কর্মসূচিতে প্রশিক্ষিত মহিলাদের কাজের জন্যও এক নতুন দিগন্ত খুলে যাবে। গত দশ বছরে যেভাবে দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলির বিকাশ হয়েছে, তা নিয়ে গবেষণাপত্র তৈরি করা যায়। নারী ক্ষমতায়নে এক নতুন ইতিহাস রচনা করেছে স্বনির্ভর গোষ্ঠীগুলি।’

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর