শ্রীজাতের কবিতা, ২৪ পেলেই পাস! আমূল বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস

বাংলা হান্ট ডেস্ক : উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় খবর। দীর্ঘ ১০ বছর পর অবশেষে বদল আনা হল উচ্চমাধ্যমিকের সিলেবাসে (HS New Syllabus)। যার সামঞ্জস্য রয়েছে সর্বভারতীয় বোর্ডের সাথে। সম্প্রতি এই নিয়েই একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে বলে রাখা ভালো যে, কেবল পাঠ্যক্রমই বদলে যায়নি, এর সাথে শুরু হচ্ছে টিচিং-লার্নিং মাধ্যমে পড়াশোনা। বিষয়টি জানিয়েছেন খোদ সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

উচ্চ মাধ্যমিকে মোট ৬২টি বিষয় রয়েছে, এর মধ্যে ৪৯টির পাঠক্রমে পরিবর্তন আনা হচ্ছে। তবে যে ভোকেশনাল বিষয় রয়েছে ১১টি, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। এছাড়া শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা। একাদশ এবং দ্বাদশ মিলিয়ে মোট ৪টি সেমিস্টার পরীক্ষা হবে। এছাড়া প্রতিটি বিষয়ের জন্য ২০০ ঘন্টার নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে।

   

উল্লেখ্য যে, মোট ২০০ ঘণ্টার মধ্যে প্রথম সেমিস্টারের জন্য ১০০ ঘণ্টা এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য ৮০ ঘণ্টা পড়াশোনা থাকছে। অতিরিক্ত ২০ ঘণ্টা রাখা হয়েছে ‘রেমিডিয়াল ক্লাসে’ অথবা হোম ‘অ্যাসাইমেন্টের’ প্রয়োজনে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম লাগু হচ্ছে এবং আগামী ২০২৫-২৬ উচ্চ মাধ্যমিক এই নিয়মে আয়োজন করা হবে।

আরও পড়ুন : হাতে মাত্র কয়েক ঘন্টা, ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা

একাদশ শ্রেণীর দুটি পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হিসেবে পরিগণিত হবে। এবং দ্বাদশ শ্রেণীর দুইটি সেমিস্টার হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। পরীক্ষাগুলোর ধরণ ধারণেও এসেছে মস্ত পরিবর্তন। কলা বিভাগের কয়েকটি বিষয় বাদ দিলে মোট ১০০ নাম্বারের পরীক্ষায় ৭০ নাম্বার রাখা হয়েছে থিওরির জন্য এবং ৩০ নাম্বার দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালে। এবার এই ৭০ নাম্বারের থিওরি পেপার আবার দুই ভাগে বিভক্ত, দুই সেমিস্টারে ৩৫ নাম্বার করে পরীক্ষা হবে। যেখানে প্র্যাকটিক্যাল নেই সেখানে দুই সেমিস্টারে ৪০ নাম্বার করে পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন : পড়ুয়াদের জন্য নয়া নোটিশ, এবার টিচিং লার্নিং নিয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের

cbse class 12 biotechnology exam 2022 1651127276329 1654229089471

একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়ার দায়িত্ব রয়েছে স্কুলের কাছেই। সেখানে প্রথম সেমিস্টার হবে OMR শিটে। প্রথম এবং তৃতীয় সেমিস্টারের আয়োজন হবে নভেম্বর নাগাদ। অন্যদিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের আয়োজন হবে মার্চে। এখানে জানিয়ে রাখি যে, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারে যদি আপনি শূন্যও পেয়ে যান তাহলেও পরের সেমেস্টারের জন্য বসা যাবে।

আরও পড়ুন : নির্বাচনী বন্ডে টাকার পাহাড়, নাম নেই আদানি-আম্বানির! তালিকার শীর্ষে বিতর্কিত লটারি কিং

উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের সিলেবাসে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বাংলাতে। সেখানে গদ্য ও পদ্য পরিবর্তন করা হয়েছে। পড়ানো হচ্ছে আধুনিক কবি শ্রীজাতর কবিতা! এর সঙ্গে আবার থাকছে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ভারতের বিদেশনীতি ও পরমাণুনীতি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর