হাতে মাত্র কয়েক ঘন্টা, ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য জুড়ে বসন্তের আনাগোনা। মনোরম আবহাওয়া (Weather) চারিদিকে। তবে হাওয়া অফিস বলছে, এই আবহাওয়ার গতিবিধি বদলাতে খুব বেশি সময় লাগবেনা। একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাবে অন্যদিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়।

আলিপুর আবহওয়া দপ্তর জানিয়েছে যে, আগামী ১৬ মার্চ, শনিবার থেকে ২০ মার্চ অবধি চলতে পারে ঝড়বৃষ্টির তাণ্ডব। দুর্যোগের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। সেই সাথে থাকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট।

   

আগামী রবিবারও ঝড়বৃষ্টির দাপট থাকবে অনেকটাই। দীঘা এবং উপকূল সংলগ্ন এলাকা তো বটেই পাশাপাশি দমকা হাওয়ার দাপট থাকবে পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও। একই সাথে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্মুখীন হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতার মত জেলাগুলি। ইতিমধ্যেই IMD এই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন : শ্রীজাতের কবিতা, ২৪ পেলেই পাস! আমূল বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস

children out rain winter 1308 140619

IMD-র পূর্বাভাস, আগামী ১৮ তারিখ ফের একবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে হাওয়ার দাপট কিছুটা হলেও কমতে পারে বলে খবর। দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।  ঝড়বৃষ্টির সময় আমি জনতাকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন : পড়ুয়াদের জন্য নয়া নোটিশ, এবার টিচিং লার্নিং নিয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের

উল্লেখ্য, কেবল ঝড়বৃষ্টি নয়, একই সাথে এবার তাপমাত্রার পারদও চড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন শীঘ্রই ফের একবার ভয়াবহ গরমের সম্মুখীন হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন। তাপমাত্রা যেমন বাড়বে তেমন বাড়বে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ার সংঘর্ষে বজ্রপাতও হবে ঘনঘন। তাই এবার থেকে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর