‘PoK ভারতের অংশ, ওখানকার হিন্দুরা আমাদের, মুসলিমরা …’ অমিত শাহের মন্তব্যে পাকিস্তানে ঝড়

বাংলা হান্ট ডেস্ক : রাম মন্দির, CAA এর পর এবার কেন্দ্রের নজরে POK। ভোটের মুখে ফের একবার পিওকে প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, পিওকে ভারতের একটি অংশ। তার কথায়, ‘পিওকেতে বসবাসকারী হিন্দুরাও আমাদের এবং সেখানে বসবাসকারী মুসলিমরাও আমাদের।’

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই সিএএ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীদের মতে, এই আইন ধর্মীয় ভেদাভেদ বাড়াবে। বাংলার নেত্রী তো এই আইনকে মোদী সরকারের ‘ছলনা’ এবং ‘প্রতারণা’ বলেও কটাক্ষ করেছেন। এইদিন এইসব কটাক্ষেরই জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছেন, বিরোধী দল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে।

   

গত শুক্রবার নয়াদিল্লিতে একটি সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অমিত শাহ। সেই সাক্ষাৎকারেই সিএএ প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় পাকিস্তানের জনসংখ্যার ২৩ শতাংশ হিন্দু ছিল। বর্তমানে সেখানে হিন্দু রয়েছে ২.৭ শতাংশ। বাকিরা গেল কোথায়? তাদের সাথে কী ঘটেছে?’

আরও পড়ুন : হাতে মাত্র কয়েক ঘন্টা, ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হল কমলা সতর্কতা

তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও। অমিত শাহ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের হিন্দু সংখ্যা ১০ শতাংশেরও কম। বাকিরা কোথায়? প্রতিবেশী দেশগুলিতে জোর জবরদস্তি ধর্মান্তকরণের সংখ্যাও প্রচুর। এইসব দেশে সংখ্যালঘু নারীদের প্রতি অবিচার করা হয়। গোটা পরিবারের উপর নির্যাতন করা হয়। তারা বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেয়। কেন আমরা তাদের নাগরিকত্ব দেব না?’

amit shah 1581575413

উল্লেখ্য, ইতিপূর্বেই সিএএ নিয়ে বিরোধ শুরু করেছে দেশের তামাম বিরোধীরা। পাল্টা জবাবে অমিত শাহ বলেছিলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান CAA তে নেই। বরং এটাই দূর্ভাগ্যজনক যে ১৯৪৭ সালে দেশ একবার ধর্মভিত্তিক বিভাজন দেখেছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর