সম্প্রতি একটি ১৬ বছর বয়সী মুসলিম ছাত্র অক্ষয় পাত্র ফাউন্ডেশনের সহযোগে হরে কৃষ্ণ মিশনের দ্বারা অনুষ্ঠিত করা ভগবত গীতা কুইজ জয় করে সাড়া ফেলে দিয়েছে। বিগত প্রায় ছয় মাছ ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় ৫,০০০ ছাত্র এতে অংশগ্রহণ করেছিল।
নবম শ্রেণীর ছাত্র আব্দুল কাগজি সংস্কৃত বিষয়ে তার জ্ঞানের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান দখল করে এই প্রতিযোগিতায়। এই বছরই প্রতিযোগিতার প্রেক্ষাপট ছিল, শ্রীকৃষ্ণকে চেনা।
ডাকিং সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র কাগজী রবিবার রাজ্য মন্ত্রী প্রতাপ খেসারিওয়াজ এর থেকে পুরস্কার গ্রহণ করে। কাগজির বাবা আব্দুর কালিম দিল্লির সাঙ্গানীড়ে একটি মুদি দোকান চালান। পুরস্কার গ্রহণের সময় কাগজি বলে,” আমার বাবা আমাকে যা করতে ইচ্ছা হয় তা করতে বলেছেন এবং কখনোই কোন বাধা দেননি। আমি আমার স্মার্ট ফোন ব্যবহার করে ধর্মের বিভিন্ন গ্রন্থ, ধর্মমত পড়ি। ” প্রথমবার হরেকৃষ্ণ টেম্পলে কাগজি আসে শুক্রবার বিজয় ঘোষিত হওয়ার পরে। এবং সে তার মন্ত্রোচ্চারণের মাধ্যমে দর্শক এবং পুরোহিতের মুগ্ধ করে।
এই কুইজে প্রথম রাউন্ড হয়েছিল সেপ্টেম্বর মাসে, যেখানে প্রায় ৫০টি স্কুলের ছাত্ররা কৃষ্ণের ওপরে লিখিত পরীক্ষা দিয়েছিল। তারপর সেখান থেকে ৬০ তিন জন ছাত্রকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছিল।