বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। সোমবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পে বহু লোক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকারীরা একাধিক ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের সন্ধান করছেন।
সূত্রের খবর, ৫.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পূর্বে পাহাড়ী পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে। অঞ্চলটি বহু লোকের বাসস্থান। পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল ইনস্টাগ্রামে বলেছেন যে ভূমিকম্পে ২৫২ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তর (বিএনপিবি) জানিয়েছে, দুই হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ বাস্তুহারা হয়েছেন। কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। এছাড়াও, ভূমিধস কিছু এলাকায় উদ্ধারকার্য এ বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যেই সরকারের তরফে, ৮৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানানোর পাশাপাশি ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়েছে।
হঠাৎ করেই এমন ভূমিকম্প অনুভূত হওয়ার পরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, আহতদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালেও ভিড় বাড়তে থাকে। সিয়াঞ্জুর প্রধান হাসপাতালে চিকিৎসাধীন ভানি মেট্রোটিভিকে জানিয়েছেন যে আফটারশকের সময় তার বাড়ির দেয়াল ধসে পড়ে। তিনি বলেন, “দেয়াল এবং ওয়ারড্রোব পড়ে যায়… আমি আমার মা এবং বাবার হদিশও জানি না এখনও।”
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে, ২০০৪ সালে উত্তর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৯.১ মাত্রার ভূমিকম্প সুনামির সূত্রপাত করেছিল। সেই সুনামি ১৪টি দেশে আঘাত করেছিল। এরফলে ভারত মহাসাগরের উপকূলে বহু মানুষ মারা গিয়েছিলেন। কার্যত তছনছ হয়ে গিয়েছিল ইন্দোনেশিয়া।