সাগরে আন্টি সাইক্লোন! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় হাই অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগের হাই অ্যালার্ট! আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ আর এই আন্টি সাইক্লোনের জেরেই আবহাওয়ার তোলপাড়৷ সকাল থেকেই মেঘলা আকাশ। বেপাত্তা রোদ্দুর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দুর্যোগ শুরু হয়ে যাবে বাংলায়। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

সোমবার কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ১ থেকে ২ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। হতে পারে শিলাবৃষ্টিও।

আবহাওয়া দফতর সূত্রে খবর আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়, দুই বর্ধমানে উঠবে কালবৈশাখী। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে এইসব জায়গায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের ১০ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শিলাবৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে আগামীকাল।

আজ থেকে শুরু করে বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণও বাড়বে। কালবৈশাখীও হতে পারে। সোম ও মঙ্গল, বুধবার জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই।

weather forecast in west bengal rain chances in south bengal

আরও পড়ুন: শিক্ষা-খাদ্যের পর এবার আবাস দুর্নীতিতে নাম তৃণমূলের! BJP-তে যোগ দেওয়ার ‘হুঁশিয়ারি’ কাউন্সিলরের

চলতি সপ্তাহে কমবে তাপমাত্রাও। একধাক্কায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনো জেলায়। বুধবার নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের দুই-তিন জেলায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর