ভোটের আগেই সরকারি কর্মীদের পোয়া বারো! বকেয়া DA নিয়ে চিঠি গেল অর্থমন্ত্রকে, বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ শীঘ্রই কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। করোনার সময় ১৮ মাস ধরে আটকে থাকা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে শীঘ্রই কেন্দ্রীয় সরকার কোনও আপডেট দিতে পারে বলে সূত্রের খবর। নতুন বছর যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Workers) কাছে লটারি পাওয়ার সমান। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিরাট সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Employee)।

ভারতীয় রক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক তথা ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইডস (জেসিএম)-এর সদস্য মুকেশ সিং গত ২০ জানুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) চিঠি দিয়ে বকেয়া বেতন পরিশোধের আর্জি জানিয়েছেন। অর্থমন্ত্রক যদি তা বাড়ায়, তাহলে একধাক্কায় অনেকটাই বাড়তে পারে কর্মীদের বেতন।

অর্থমন্ত্রককে দেওয়া চিঠিতে মুকেশ সিং লিখেছেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাস ধরে বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান করা হয়নি। যা নিয়ে তারা চিন্তিত। কোভিড-১৯ মহামারীর সময়ে ২০২০-২১ অর্থবছরের মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) এর তিনটি কিস্তি বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। করোনাকালে দেশের সমস্ত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা নিজেদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের যে নিদর্শন দিয়েছেন তা সরকারের মনে রাখতে হবে। তাদের কারণেই দেশবাসীকে প্রয়োজনীয় সেবা প্রদান করা সম্ভব হয়েছে। তাই এই সময়ের এসে সরকারের উচিৎ ১৮ মাসের বকেয়া ডিএ প্রদান করে দেওয়া।“

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ডিআর পরিশোধের আর্জি জানিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ সাইডকে (জেসিএম) চিঠি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে। অর্থ মন্ত্রকের একটি রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ আদালতের রায়ের কথাও উল্লেখ করেছে কেন্দ্র। যদিও কেন্দ্রীয় সরকার বকেয়া মিটিয়ে দেয় তাহলে নিঃসন্দেহে উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মচারী।

আরও পড়ুন: কুন্তলের ফোন থেকেই তৈরী করা হয়েছিল পর্ষদের ভুয়ো ওয়েবসাইট! চার্জশিটে বিস্ফোরক CBI

ওদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী তিন মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আর ডিএ এবং ডিআর বৃদ্ধি হওয়া মানেই বেতন এবং পেনশন বৃদ্ধি। তবে এর জন্য ২০২৪ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকার এখনও কোনো ঘোষণা করেনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর