বাংলাহান্ট ডেস্কঃ যাচ্ছিলেন মৃতদেহ সৎকার করতে। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। শববাহী গাড়ি ধাক্কা মারে পাথর বোঝাই লরিতে। ব্যাস…,তারপর মৃতার সঙ্গেই শ্মশানযাত্রী হলেন বেশ কয়েকজন আত্মীয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এল গোটা পরিবার জুড়েই।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকায়। ওই এলাকার এক বৃদ্ধার মৃত্যুর পর তাঁর আত্মীয় স্বজনেরা তাঁকে সৎকারের জন্য নিয়ে যাচ্ছিলেন নবদ্বীপের শ্মশানে। আর সেখানে যাওয়ার পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
যাত্রা পথে শববাহী গাড়ি রাত প্রায় দেড়টা নাগাদ নদীয়ার (Nadia) ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে সজোরে ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন।
তৎক্ষণাৎ শব্দ শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। এসে কিছু জনকে উদ্ধার করতে শুরু করেন তাঁরা। পুলিশে খবর দিতেই, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তবে ঘটনাস্থলেই ১৮ জন মারা যান বলে খবর। মৃতদের মধ্যে রয়েছেন ৬ জন মহলা এবং শিশুও।
সূত্রের খবর, বর্তমান সময়ে বেশ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। সেই কারণে রাতের অন্ধকারে কুয়াশায় চালকের দৃষ্টি বিভ্রাটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।