অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তে রহস্যজনক ভাবে নিখোঁজ ১৯ শ্রমিক, মৃতদেহ উদ্ধার ১ জনের

বাংলাহান্ট ডেস্ক : আবারও একবার চাঞ্চল্য অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)। ভারত-চীন সীমান্ত (Indo-China Border) থেকে রহস্য জনক ভাবে নিঁখোজ হয়ে গেল প্রায় ১৯ জন শ্রমিক। ইতিমধ্যেই ১ জনের মৃতদেহ পাওয়া গেছে। জানা যাচ্ছে অরুণাচলে একটি রোড প্রজেক্টে (Road Project) কাজ করছিলেন অসমে (Assam) বসবাসকারী ওই শ্রমিকের দল। ৫ জুলাই থেকেই হঠাৎই নিঁখোজ হয়ে যান তাঁরা। এই ঘটনা নিয়ে চিন্তায় দেশের প্রশাসনিক মহল।

এলাকার ডেপুটি কমিশনার বলেন, ‘রাস্তা তৈরি করার জন্য ঠিকাদার অসম থেকে ১৯ জন কর্মী ভাড়া করে এনেছিলেন। জেলার সদর কোলোরিয়াংগ থেকে এই এলাকার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। ১৩ জুলাই আমরা খবর পাই ১৯ জন শ্রমিকই রহস্যজনক ভাবে উধাও হয়ে গেছে। এরপরই আমরা তল্লাশি শুরু করি। বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়েও নিঁখোজ হওয়া শ্রমিকদের কোনও খোঁজ মেলেনি। উধাও হওয়া ১৯ জন শ্রমিকের মধ্যে একজনের দেহ ফুরক নদী থেকে উদ্ধার করা হয়েছে।’

১৯ জন শ্রমিকের এক সঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। অনেকেই আশঙ্কা করছেন কুমী নদীতে ডুবে সকল শ্রমিকেরই মৃত্যু হয়েছে বলে। এক জন শ্রমিকের মৃতদেহ একটি নদীতে উদ্ধার হওয়ার পর এই সন্দেহ আরও জোরদার হয়েছে। এখনও পর্যন্ত তল্লাশি অভিযান জারি আছে। নিঁখোজ হওয়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু সেখানেও তাঁদের কোনও খবর পাওয়া যায়নি। যদিও মৃত শ্রমিক ঠিক কবে এবং কিভাবে নদীতে ডুবে যায় তা জানা যায়নি। তবে জানা যাচ্ছে, ওই মৃত শ্রমিক নিঁখোজ হওয়ার দিন প্রথম তার বাড়ি থেকে বেরিয়েছিল। কর্মক্ষেত্রে যাওয়ার রাস্তাতেই পরে কুমী নদী। হয়তো ওই নদী পার হতে গিয়েই ঘটে এই দূর্ঘটনা।

জানা যাচ্ছে, নিখোঁজ শ্রমিকেরা ইদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ঠিকাদারের কাছে ছুটি চায়। কিন্তু ছুটি মঞ্জুর হয়নি। তাই তারা আগেই পায়ে হেঁটে বাড়ি ফেরার রাস্তা ধরেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় পুরো শ্রমিকের দল।

তবে ১৮ জন শ্রমিকের মৃত্যু নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রবল বর্ষনে অরুণাচলপ্রদেশ, অসম ও মিজোরামে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমস্ত নদীই ফুলে ফেঁপে উঠেছে। তাই ১৯ জন শ্রমিকের নিখোঁজ হওয়া বা মৃত্যুর কারন নিয়ে এখনও কিছু নিশ্চিত করে বলতে চাইছে না প্রশাসন।


Sudipto

সম্পর্কিত খবর