বাংলা হান্ট ডেস্ক: শীত যেতে না যেতেই খেল দেখাতে শুরু করেছে আবহাওয়া। গত দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের একাধিক জেলায়। কোথাও বৃষ্টি, তো কোথাও দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, আজও উত্তর, দক্ষিণের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি জারি থাকবে। কোথাও কোথাও উঠবে কালবৈশাখী।
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ আর সাইক্লোনের জেরেই দুর্যোগ৷ আজ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে। শুক্রবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহযোগে হাল্কা থেকে মাাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ওদিকে আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীও হতে পারে। আজ ও আগামীকাল জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট।
মঙ্গল, বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলাতেই। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ঘন্টায় ৪০-৫০ কিমি হতে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব! মোদীকে চ্যালেঞ্জ, তোলপাড় ফেলে দিলেন অভিষেক
ওদিকে চলতি সপ্তাহে তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একধাক্কায় ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আজ কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৩ ডিগ্রি সেলসিয়াস।