বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাসের (Corona) তাণ্ডবে লণ্ডভণ্ড পরিস্থিতি গোটা দেশে। ঝড়ের গতিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী। দিনে দিনে রেকর্ড হারে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছেন। থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতির বিরূদ্ধে লড়াইয়ে করোনা বিধি পালনে জনসচেতনতার উপরেই ভরসা প্রশাসনের। ঠিক তখনই প্রশ্ন উঠতে শুরু করে দেশের ট্রেন পরিষেবা নিয়ে। তবে কি বন্ধ হতে চলেছে যাত্রীবাহী ট্রেন! এই প্রশ্নই এখন ঘুরছে নিত্যযাত্রীদের মনে।
যদিও রেলের তরফে একাধিকবার জানানো হয়েছে এখনই ট্রেন পরিষেবা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। পাশাপাশি রেলের দাবি, কোনও রাজ্যের পক্ষ থেকেও রেল পরিষেবা বন্ধ করার আবেদনও আসেনি। এতদসত্ত্বেও করোনার করালগ্রাসে যখন একেরপর এক রেলের গার্ড ও চালকরা, তখন রেল পরিষেবা যে কিছুটা হলেও ব্যাহত হবে, তা আগেই আন্দাজ করেছিলেন যাত্রীরা। ইতিমধ্যেই এই কারণে হাওড়া (Howrah)ও শিয়ালদহ (Sealdah) ডিভিশনে বাতিল হয়েছে একাধিক ট্রেন।
এবার একসঙ্গে ১৯টি ট্রেন বাতিলের পথে পূর্ব রেল। মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল হবে সেখানে। যার কারণ হিসেবে জানানো হয়েছে যাত্রী সংখ্যা তলানিতে ঠেকেছে। গত ২৬ এপ্রিল রেল বোর্ডকে এই ট্রেন গুলিকে অস্থায়ী ভাবে বন্ধ রাখার (Train Service Closed) আবেদন জানিয়েছিল পূর্ব রেল। তারপরই এদিন পরিস্থিতি পর্যালোচনা করে পূর্ব রেলের সেই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থন জানাল বোর্ড। তবে কবে থেকে এই ট্রেন পরিষেবা বাতিল হচ্ছে, তা ঠিক করবে পূর্ব রেলই (Eastern Railway)। জানিয়ে দি, এই ট্রেন বাতিলের কথা আগেই জানিয়ে দিয়েছিল পূর্ব রেল।
এই ১৯টি ট্রেনের মধ্যে ৮টি বাতিল হচ্ছে হাওড়া থেকে, বাকি গুলি কলকাতা, শিয়ালদহ, ভাগলপুর, মালদাহ থেকে। কয়েকদিন আগেই রেল বোর্ডের সঙ্গে যাত্রী সংখ্যা কমে যাওয়া নিয়ে বৈঠক হয় পূর্ব রেলের। সেখানেই জানানো হয়েছিল স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে প্রায় ২০ শতাংশেরও কম যাত্রী হচ্ছে। তাই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে এই ট্রেন গুলি বাতিল করা যেতে পারে। বৃহস্পতিবার পূর্ব রেলের সেই প্রস্তাবে সিলমোহর দিল রেল বোর্ড।
দেখে নিন কোন ট্রেন গুলি বাতিল হচ্ছে— আসানসোল-হলদিয়া স্পেশ্যাল, ভাগলপুর-আজমের স্পেশ্যাল, হাওড়া-রামপুহাট স্পেশ্যাল, হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশ্যাল, কলকাতা-লালগোলা স্পেশ্যাল, শিয়ালদহ-রামপুরহাট স্পেশ্যাল সহ একাধিক পরিষেবা বাতিল হতে চলেছে অস্থায়ী ভাবে।