বাংলা হান্ট ডেস্ক : আমাদের রাজ্য ও দেশের বিভিন্ন মন্দিরের বাইরে অনেক ভিখারি বসে থাকতে দেখা যায়, পুণ্যার্থীরা মন্দিরের ভিতর ঢোকার সময় কিংবা বেরোনোর সময় তাদের টাকা দিয়ে যান৷ হিন্দু প্রধান দেশ ভারতে এই চিত্রটি নতুন কিছু নয় কিংবা কারও অজানা নয়৷ তবে এ ভাবেই ভিক্ষে করে করে একজন ভিখারি যে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তা বোধহয় ধারণার বাইরে৷ তবে এমনই এক ভিখারির সন্ধান পাওয়া গেল পুদুচেরিতে৷
বৃহস্পতিবার তাঁর কাছ থেকে নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ টাকার সন্ধান পাওয়া গিয়েছে৷ 70 বছরের ওই ভিখারি জানিয়েছেন মন্দিরের পুণ্যার্থীদের কাছ থেকে টাকা পেয়ে তাঁর এই লক্ষাধিক টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে৷ তামিলনাড়ুর কাল্লিকুরিচির বাসিন্দা ওই ভিখারির নাম পরবর্তন৷
সম্প্রতি মন্দিরের সামনে বসে থাকতে থাকতে হঠাত্ তিনি জ্ঞান হারিয়েছিলেন তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে পুলিশ এর পর জানা যায় তাঁর ব্যাংক অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা রয়েছে এবং সঙ্গে ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা৷ 40 বছর আগে তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে দিন কাটাতেন তিনি৷
8 বছর আগে পুদুচেরির ওই মন্দিরে এসে ওঠেন তার পর মন্দিরে পুণ্যার্থীদের কাছ থেকে পাওয়া টাকা নিয়ে এবং খাবার নিয়েই বেঁচে থাকেন৷ আর এভাবেই তাঁর অ্যাকাউন্টে জমে গিয়েছে লক্ষাধিক টাকা৷ যদিও এটা নতুন কিছু নয়, কয়েকদিন আগে দেশের মধ্যেই এক ভিখারির কাছ থেকে নগদ আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল৷