মহার্ঘ ভাতা নিয়ে আবারও আদালতের দ্বারস্থ রাজ্য সরকারি কর্মচারীরা

বাংলা হান্ট ডেস্ক : বেতন কমিশনের জট কাটলেও এখনও অবধি মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জট অব্যাহত৷ স্যাটের রায় ঘোষণার তিন মাস অতিক্রান্ত হলেও মহার্ঘ ভাতা নিয়ে এখনও অবধি রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি আর তার জেরেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দুটি আবেদন জমা দেওয়া হয়েছে আদালতে৷ রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে, অন্য দিকে রাজ্য সরকারের তরফে স্যাটের আগের আড়াই পুনর্বিবেচনা করার জন্য আবেদনপত্র জমা দেওয়া হয়েছে৷nabanna bengal kolkata minister mamata banerjee addressing 3117e610 01bf 11ea a362 a76bed49e6ea

কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে, দীর্ঘ দিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের এই দাবি ছিল অবশেষে চলতি জুলাই মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের রায়ে কেন্দ্রের হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে নির্দেশ দেওয়া হলেও এখন তা কার্যকর করা হয়নি৷

এর পাশাপাশি স্যাটের তরফে আরও জানানো হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার আগেই বকেয়া মহার্ঘভাতা মেটাতে হবে এবং সেই সংক্রান্ত নীতি স্যাট কে আগে থেকে জানাতে হবে রাজ্য সরকারকেই৷ তবে সে সব কিছু না করায় আবারও আদালতের দ্বারস্থ হলেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

তবে এর আগে মহার্ঘভাতা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি দিতে চান কিন্তু টাকা আসবে কোথা থেকেই? চলতি বছরেই 56 হাজার কোটি টাকার ঋণ শোধ করতে হবে তার উপরে বেতন কমিশন রয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মহার্ঘ ভাতা নিয়ে ধোঁয়াশার মধ্যে ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ তাই অবশেষে নিজেদের দাবি দাওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা৷

সম্পর্কিত খবর