হিজবুলের সাথে জড়িত দুজন গ্রেফতার, মৃত জঙ্গি রিয়াজ নাইকুর ঘনিষ্ঠের হয়ে করত কাজ

বাংলা হান্ট ডেস্কঃ পাঞ্জাব পুলিশ হিজবুল মুজাহিদ্দিনের (Hizbul Mujahideen) সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। হিজবুলের এই দুই লিংকম্যানকে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনের কাছ থেকে ড্রাগস এগ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের অনুযায়ী, দুই অভিযুক্ত হিজবুলের জঙ্গি হিলাল আহমেদের জন্য কাজ করত। হিলাল আহমেদ হিজবুল কম্যান্ডার রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ ছিল।

রিয়াজ নাইকুর মৃত্যুর পর এই গ্রেফতারি বড় সাফল্য বলেই ধরা হচ্ছে, কারণ এরা হিজবুলের জন্য চাঁদা তোলা আর ডেলিভারি করার কাজ করত।

আপনাদের জানিয়ে দিই, উপত্যকায় অশান্তি ছড়ানোর পাকিস্তানের ষড়যন্ত্র অসফল করে দিয়েছে ভারতীয় সেনা। ৬মে ভারতীয় সেনার এনকাউন্টারে খতম হয় হিজবুল মুজাহিদ্দিনের কুখ্যাত জঙ্গি রিয়াজ নাইকু। এটা হিজবুল মুজাহিদ্দিন আর পাকিস্তানের কাছে বড় ঝটকা।

বুরহান ওয়ানির পর রিয়াজ নাইকু ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। জম্মু কাশ্মীরে জঙ্গিদের পোস্টার বয় বুরহান ওয়ানিকে সেনা খতম করার পর রিয়াজ নাইকুর কাঁধে হিজবুলের দায়িত্ব দেওয়া হয়। রিয়াজ নাইকুর মাথার দাম ১২ লক্ষ টাকা রেখেছিল সেনা।

Koushik Dutta

সম্পর্কিত খবর