পাকিস্তানে আটা পাওয়ার জন্য খণ্ডযুদ্ধ, পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত মৃত দুই

বাংলা হান্ট ডেস্ক : অর্থনৈতিক সংকটের (Economic Crisis) কিনারায় দাঁড়িয়ে আছে পাকিস্তান (Pakistan)। সংকট রয়েছে খাদ্য শস্যের জোগানেও। এরই মধ্যে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর খবর। আটা নেওয়ার লাইনে মারামারিতে মৃত্যু হল এক ব্যক্তির। এই খবর সামনে শোরগোল ছড়িয়ে পড়ে গোটা দেশে।

জানা যাচ্ছে, আাটা নেওয়ার লাইনে তীব্র ঠেলাঠেলি শুরু হয়। আর সেই ঠেলেঠেলির মধ্যেই রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যান বছর ৪০-এর শ্রমিক হরসিংহ কোল্হী। এরপরই চরমে ওঠে পরিস্থিতি। জানা যায়, মৃত ব্যক্তির পরিবার খাদ্য দফতরের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই প্রথম নয়, এর আগে সিন্ধু এলাকায় ভর্তুকি দেওয়া আটা কিনতে গিয়ে ও মৃত্যু হয় এক ব্যক্তির।

pakistan 10

জানা যাচ্ছে, ভারতের পড়শি দেশে গমের দাম আকাশ ছুঁয়েছে। এক মন, অর্থাৎ ৪০ কিলোগ্রাম গমের দাম ১৫০০ টাকা। অপর দিকে রাওয়ালপিন্ডিতে ১ কিলোগ্রাম আাটার আটার দাম প্রায় ১৫০ টাকা। পাঞ্জাব প্রদেশে ১৫ কিলোগ্রাম গমের প্যাকেটের দাম ২২৫০ টাকা। ভর্তুকি দেওয়া ২৫ কিলোগ্রাম গমের দাম পৌঁছে গেছে ৩১০০।

বেলুচিস্তানের খাদ্যমন্ত্রী জমরক অচকজই বলেন, ‘পাকিস্তানে গমের ভান্ডার খালি হয়ে গেছে। বেলুচিস্তানে যেখানে ২ লক্ষ্য গমের ব্যাগ পাওয়ার কথা সেখানে মাত্র ১০ হাজার ব্যাগ পাওয়া গেছে।’ তিনি আরও জানান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহির কাছ থেকে আরও ৬ লক্ষ গমের প্যাকেট চেয়ে পাঞ্জাব থেকে সেই গম এসে পৌঁছায় নি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত বেলুচিস্তানে যতটা গম দরকার হয় তার প্রায় ৮৫ শতাংশই আসে পাঞ্জাব ও সিন্ধ থেকে।


Sudipto

সম্পর্কিত খবর