জম্মু কাশ্মীরে আরও দুই জঙ্গিকে নিকেশ করলো ভারতীয় সেনা, SPO এর হত্যা আর ধর্ষণে অভিযুক্ত ছিল একজন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) কিশতওয়ার (Kishtwar) জেলায় এই সপ্তাহে এক বিশেষ পুলিশ আধিকারিক (SPO) এর হত্যা আর ওনার এক সঙ্গীকে গুরুতর আহত করা দুই জঙ্গিকে শুক্রবার একটি এনকাউন্টারে খতম করলো ভারতীয় সেনা (Indian Army)। জম্মু পুলিশের মহানির্দেশক এই তথ্য দেন।

আধিকারিক জানান, সেনা আর জঙ্গিদের মধ্যে চলা এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করা হয়েছে। সোমবার নন্দের গ্রামে জঙ্গিরা SPO এর উপর হামলা করে জঙ্গলে পালিয়ে যায়।

সেই সময় থেকে তাদের তল্লাশিতে থাকা পুলিশ শুক্রবার সফলতা প্রাপ্ত করল। এক পুলিশ আধিকারিক জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয় আর এনকাউন্টার শুরু হয়। হামলাকারী জঙ্গিদের পরিচয় হল আশিক হুসেইন আর বশরত হুসেইন। দুজিনেই স্থানীয় বাসিন্দা।

আশিক হুসেইন সন্ত্রাসবাদের সাথে ধর্ষণের সাথেও যুক্ত ছিল। সে তিন সপ্তাহ আগে কিশতওয়ার সেন্ট্রাল জেল থেকে জামিনে মুক্তি পায়। কিশতওয়ারে এই বছর এটি প্রথম জঙ্গি হামলা। আরেকদিকে আজ সকালে জম্মু কাশ্মীরের শোপিয়ায় দুই জঙ্গিকে খতম করেছে সেনা। আজ মোট চার জঙ্গিকে খতম করলো সেনা।

সম্পর্কিত খবর

X