মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন মানতে নারাজ ইস্টবেঙ্গলের দাবি এই বছর আইলিগ অকার্যকর করে দেওয়া হোক।

দেশজুড়ে করোনা ভাইরাসের কারণে এই বছর আইলিগ মাঝপথেই থমকে গিয়েছে। আর এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পুনরায় আইলিগ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে এএইএফএফ এর তরফে প্রত্যেকটি আইলিগ খেলা ক্লাবের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে তাদের কি মতামত।

এই ব্যাপারে মতামত জানাতে গিয়ে ইস্টবেঙ্গল সিইও সঞ্জীব সেন জানিয়েছেন এবারের আইলিগ যেন অকার্যকর করে দেওয়া হয়। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব চাই মোহনবাগান কে যেন এবার আইলিগ চ্যাম্পিয়ন না করা হয়। সেই কারণে ইস্টবেঙ্গল সিইও সঞ্জীব সেন জানিয়েছেন এবারের আই লিগের চ্যাম্পিয়নশিপ পুরস্কার 2 কোটি 25 লক্ষ টাকা যেন আইলিগের প্রত্যেকটি ক্লাবের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়।

1685776644c80eff1c311b4e76cd46d3ef68ecce63034c1829ce0bf6d2d863dcbf8babe06

কয়েকদিন আগে এএফসি মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এর ফলে ইস্টবেঙ্গলের এই দাবি যে পুরোপুরি গুরুত্বহীন সেটা ধরেই নেওয়া হচ্ছে। অপরদিকে এইদিনই মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস সোশ্যাল সাইটে পোস্ট করেছেন যে আমরা একমাস আগেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি এবং নাম না করে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন যে, মাঠে সুযোগ পেলে আবার হারাবো।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর