একটু পরই ঘুরবে খেলা! বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: এখনই কাটছে না দুর্যোগের মেঘ! সকাল থেকেই মেঘলা আকাশ উত্তরবঙ্গে। কোথাও কোথাও বৃষ্টিও (Rainfall) হচ্ছে। দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায় আকাশের মুখভার। বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অধিক বৃষ্টি হতে পারে শনিবার।

বুধবার উত্তর থেকে দক্ষিণ (South Bengal) দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির তোলপাড় চলেছে। আজও দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ ভিজতে পারে শহর কলকাতাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। স্বাভাবিকভাবেই শীতের বিদায়ের পরও শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়ার দেওয়া আপডেট অনুযায়ী, বৃহস্পতিবারেও সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

যদিও আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এসবের জেরেই বৃষ্টি হচ্ছে।

kal baishakhi weather

আরও পড়ুন: ‘একটাকাও ক্ষতিপূরণ পাইনি’! গার্ডেনরিচে মরদেহ নিয়ে চলছে ‘টাকার খেলা’? হাহাকার নিহতদের পরিবারের

ওদিকে আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হরে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর