পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়াই হল কাল! মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিল্পের আকাল! বীরভূম জেলারও একই হাল। জেলায় সে ভাবে শিল্প ও বাণিজ্যের প্রসার এখনও ঘটেনি। তাই বীরভূমের বহু শ্রমিকই পেট চালাতে পাড়ি দেয় ভিন রাজ্যে। সকলের মতো কাজের খোঁজে বাড়ি ছেড়ে রাজস্থানে (Rajasthan) গিয়েছিল বীরভূমের (Birbhum) তারাপীঠ থানার অন্তর্ভুক্ত বুধিগ্রাম পঞ্চায়েত এর বাসিন্দা পলাশ বায়েন। তবে মর্মান্তিক পরিণতি ঘটল বীরভূমের ওই যুবকের।

সূত্র মারফত জানা যাচ্ছে, পরিবারের আর্থিক অভাব মেটানোর জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল বছর কুড়ির ওই যুবককে। গত ৮ তারিখ বাড়ি ফেরার কথা ছিল পলাশের। তবে তা আর হল না। গন্তব্যে পৌঁছনোর আগেই চলে গেল তরতাজা একটি প্রাণ।

জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে হটাৎ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু (Migrant Labourer Death) হয়। অবশেষে আজ পুলিশ প্রশাসনের সহযোগিতায় তার মৃত দেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। যুবকের মৃত্যুর খবর আসতেই কার্যত কান্নার ভেঙ্গে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।

আরও পড়ুন: কেন নাড্ডার মিটিংইয়ে এলেন না শুভেন্দু, এবার প্রকাশ্যে এল ‘আসল’ কারণ

অন্যদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারাল মুর্শিদাবাদের আরও দুই যুবক। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক কেবিলের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টিঙ্কু শেখ (৩১) এবং সাফিরুল শেখ (৩০) নামের মুর্শিদাবাদের ফরাক্কার দুই যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুইজন।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় আপডেট! হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিরাট রায় সুপ্রিম কোর্টের

সূত্রের খবর, মৃত টিঙ্কু শেখের বাড়ি ফরাক্কার ঘোলাকান্দি এলাকায়। সাফিরুলের বাড়ি ফরাক্কার আলীনগর গ্রামে। কিছুদিন আগে সীমান্দ্রি এনটিপিসি পাওয়ার প্লান্টে একসঙ্গে কাজে গিয়েছিলেন ফরাক্কার বিভিন্ন প্রান্তের ১৪ জন যুবক। তাদের মধ্যেই ছিলেন টিঙ্কু ও সাফিরুল। দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর