প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় আপডেট! হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিরাট রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধুমাত্র ডিএড (D.ED candidates) বা ডিএলএড (D.EL.ED candidates) প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। শুক্রবার এমনটাই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।

অর্থ্যাৎ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়লেন বি.এড (B.Ed) প্রশিক্ষিতরা। বি.এড প্রশিক্ষিতরা উচ্চ প্রাথমিক বা উচ্চমাধ্যমিকে চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবেন। আদালতের এই নির্দেশেই এবার বিপাকে পড়তে চলেছে কয়েকশো আন্দোলনকারী।

প্রসঙ্গত, পূর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেছিলেন, প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। আদালতের নির্দেশ ছিল এবার থেকে বি.এড প্রশিক্ষণপ্রাপ্তরাও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: পার্থর জীবনে নেমে এল গভীর অন্ধকার! প্রাক্তন মন্ত্রীকে ‘অতীত’ করে জায়গা নিল ‘এই’ হেভিওয়েট

তবে শুক্রবার হাই কোর্টের এই রায় শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কিষাণ এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু ডিএলএড প্রশিক্ষিতরাই আবেদন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: এবার সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে অনুরোধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের! বললেন, ‘আমার হাত…’

supreme court

আদালতের পর্যবেক্ষণ, ডি.এল.এড ও ডি.এড প্রশিক্ষিতদের প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ করা উচিত। প্রাথমিক স্তরে ডিএলএড প্রশিক্ষিতরাই ছাত্রছাত্রীদের ভালো পড়াতে পারবেন বলে ধারণা আদালতের। শুক্রবার সুপ্রিম কোর্টের এই রায়ের পর হতাশ ২০১৪ সালের ডি.এল.এড পরীক্ষার্থীরা। দীর্ঘদিন আন্দোলন চালিয়েও কোনো সুরাহা হলনা তাদের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর