বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কাশ্মীর থেকে বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। এ ঘটনার পর থেকেই আপত্তিকর এবং উস্কানিমূলক টুইট নিয়ে কেন্দ্র বারবার সতর্ক করেছিল সংস্থাকে। যার জেরেই বন্ধ করে দেওয়া হল পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই ঘটনার স্বীকারোক্তিও পাওয়া যাচ্ছে সম্প্রতি।
ভারতের অভিযোগ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান থেকে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে। এর ভিত্তিতেই ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে সাসপেন্ড করে টুইটার। এবার এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট। সূত্রে খবর, পাকিস্তানের সরকারি আধিকারিক, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট ও রয়েছে এই বাতিল হওয়া অ্যাকাউন্টগুলির মধ্যে।
এই ঘটনা আর বিরোধিতাও করা হচ্ছে পাকিস্থানে। পাকিস্তানে বিপুল পরিমানের মানুষ #StopSuspendingPakistanis— এই হ্যাশট্যাগকে সামনে রেখে টুইটারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন।