অযোগ্যরা বাদ, প্রায় ২০ হাজার কমল আবেদনকারীর সংখ্যা, নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় কতজন বসবে?

Published on:

Published on:

20000 ineligible candidates dropped from SSC teacher recruitment exam

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ মামলাকে ঘিরে ফের শুরু নতুন বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকশ করে অযোগ্যদের নাম বাদ যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা নেমে এল এক ধাক্কায়। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন করে তৈরি হল আবেদনকারীর তালিকা।

বাদ পরল অযোগ্যরা, কমল আবেদনকারীর সংখ্যা

এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, প্রথমে যোগ্য ও অযোগ্য মিলিয়ে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল ৫ লক্ষ ৮৫ হাজার। কিন্তু অযোগ্যদের আবেদন বাতিল হওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫ লক্ষ ৬৫ হাজারে। অর্থাৎ, প্রায় ২০ হাজার আবেদনকারীর আবেদন বাদ পড়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি (SSC) সম্প্রতি ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। কমিশনের দাবি, এই তালিকায় থাকা প্রার্থীদের চাকরির আবেদন গ্রহণযোগ্য নয়। যদিও তালিকায় নাম থাকা অনেক প্রার্থী এই নেয়া পাল্টা মামলা করেছে। তাঁদের দাবি, যোগ্যতা বিচারের জন্য তাঁদের পরিক্ষায় বসার সুজগ দিতে হবে। বর্তমানে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন।

এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করেছে কমিশন, তাই তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করে বলেছেন যে, অযোগ্য প্রার্থীদের আবেদনপত্র বাতিল করা একেবারেই যুক্তিযুক্ত। পাশাপাশি ‘দাগি’ প্রার্থীদের আচরণকে ভর্ৎসনা করেছেন আদালত।

20000 ineligible candidates dropped from SSC teacher recruitment exam

আরও পড়ুনঃ নাগরিকত্ব আবেদনের মেয়াদ বাড়ল আরও ১০ বছর, এই ঘোষণার মধ্যেই ‘সেকুলারিজম’ নিয়ে তোপ সুকান্তর

সব মিলিয়ে, এসএসসির (SSC) নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবার বসতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার যোগ্য পরীক্ষার্থী। আদালতের নির্দেশে অযোগ্যদের নাম বাদ দিয়ে কমিশনের তালিকা আরও স্বচ্ছ হয়েছে বলে মনে করছেন অনেকেই।