ফিরে দেখা! ২০১৬-র EXIT POLL-র সঙ্গে ফলাফল কতটা মিলেছিল, কাদের সমীক্ষা হয়েছিল সবথেকে সঠিক

বাংলা হান্ট ডেস্কঃ দেশ হোক বা রাজ্য, নির্বাচনের আগে এবং শেষ দফার নির্বাচনের দিনে বিভিন্ন সংস্থা এবং মিডিয়া মানুষের মতামত নিয়ে নিজেদের মতো করে একটি সমীক্ষা করা। নির্বাচনের আগে যেই সমীক্ষাটি করা হয়, সেটাকে বলে হয় ‘অপিনিয়ন পোল” আর শেষ দফার নির্বাচনের দিনে যেই সমীক্ষাটি প্রকাশ করা হয় সেটিকে বলা হয় ‘এক্সিট পোল”। বেশীরভাগ সময় এই সমীক্ষা মিলে যায়, তবে আসল ফলাফল এবং সমীক্ষার মধ্যে বিস্তর ফারাক থাকে।

কিছু কিছু সংস্থা অথবা মিডিয়ার সমীক্ষা একদম কাছ ঘেঁষে যায়। তবে এক্সিট পোলই যে চূড়ান্ত ফলাফল তাও না। অনেক সময় এক্সিট পোল আর আসন ফলাফলের মধ্যে আকাশ পাতাল ফারাক দেখা গিয়েছে। তবে বেশীরভাগ ক্ষেত্রেই মিলে যাওয়ার কারণে অনেকেই এক্সিট পোলকে প্রাধান্য দিয়ে থাকে।

এবার দেখে নেওয়া যাক, ২০১৬-র নির্বাচনে এক্সিট পোল কি বলেছিল? 

  • এবিপি-নিয়েলসন- তৃণমূল ১৬৩, বাম-কংগ্রেস ১২৬, বিজেপি ১, অন্যান্য ৪
  • ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস: তৃণমূল ২৪৩, বাম-কংগ্রেস ৪৪, বিজেপি ৪, অন্যান্য ৩
  • টুডেজ চাণক্য- তৃণমূল ২১০, বাম-কংগ্রেস ৭০, বিজেপি ১৪, অন্যান্য ০
  • সি-ভোটার- তৃণমূল ১৬৭, বাম-কংগ্রেস ১২০, বিজেপি ৪, অন্যান্য ৩
  • নিউজ নেশন- তৃণমূল ১৫৩, বাম-কংগ্রেস ১৩৬, বিজেপি ০, অন্যান্য ৫
  • এনডিটিভি- তৃণমূল ১৮৪, বাম-কংগ্রেস ১০৩, বিজেপি ৫, অন্যান্য ২
  • নিউজ টাইম- তৃণমূল ২১৪, বাম-কংগ্রেস ৭২, বিজেপি ৩, অন্যান্য ৫

২০১৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল হয়েছিল। তৃণমূল কংগ্রেস- ২১১, বাম-কংগ্রেস জোট- ৭৭, বিজেপি-৩ এবং অন্যান্যরা ৪। গত বছরের এক্সিট পোল অনুযায়ী টুডেজ চাণক্য এবং নিউজ টাইমের সমীক্ষা প্রায় মিলে গিয়েছিল। এবারও হয়ত কারও না কারও সমীক্ষা মিলে যাবে। তবে তাঁর জন্য অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।

Koushik Dutta

সম্পর্কিত খবর