বাড়ল ছুটি! ২০২৫-এ কবে কবে বন্ধ থাকবে অফিস-কাছারি? ছোট-বড় সব ছুটির তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ২০২৫। চলতি বছর গুচ্ছ গুচ্ছ ছুটি (Government Holiday) মিলেছে সরকারি কর্মীদের। মিলেছে বাড়তি ছুটিও। এবার বছর শেষে সবার নজর নতুন বছরে। তাহলে জানাই বাংলায় সরকারি কর্মী (West Bengal Government Employee’s) বা স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে ৫০-এর বেশি ছুটি। কবে কবে হলিডে? জেনে নিন।

ইতিমধ্যে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারি ছুটির (এনআই অ্যাক্ট অনুযায়ী) পাশাপাশি রাজ্যেরও সরকারি ছুটিও রয়েছে। আগামী বছর পুজোর ছুটি থাকছে ২১ দিন। ২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।

এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। এদিকে এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী নতুন বছরে এ রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। ১) নববর্ষ, ১ জানুয়ারি (বুধবার), ২) স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী: ১২ জানুয়ারি (রবিবার), ৩) নেতাজিজয়ন্তী: ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার), ৪) সাধারণতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি (রবিবার), ৫) সরস্বতী পুজো: ২ ফেব্রুয়ারি (রবিবার), ৬) দোলযাত্রা: ১৪ মার্চ (শুক্রবার), ৭) ইদ-উল-ফিতর: ৩১ মার্চ (সোমবার) ৮) রামনবমী: ৬ এপ্রিল (রবিবার) ৯) মহাবীর জয়ন্তী: ১০ এপ্রিল (বৃহস্পতিবার), ১০) বিআর অম্বেডকরের জন্মদিন: ১৪ এপ্রিল (সোমবার)

এরপর ১১) বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল (মঙ্গলবার), ১২) গুড ফ্রাইডে: ১৮ এপ্রিল (শুক্রবার), ১৩) মে ডে: ১ মে (বৃহস্পতিবার), ১৪) রবীন্দ্রজয়ন্তী: ৯ মে (শুক্রবার), ১৫) বুদ্ধপূর্ণিমা: ১২ মে (সোমবার), ১৬) ইদুজ্জোহা: ৭ জুন (শনিবার), ১৭) মহরম: ৬ জুলাই (রবিবার), ১৮) জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট (শুক্রবার), ১৯) মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার), ২০) দুর্গাপুজোর ছুটি: ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২১) গান্ধীজয়ন্তী: ২ অক্টোবর (বৃহস্পতিবার), ২২) লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার), ২৩) কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার), ২৪) ভ্রাতৃদ্বিতীয়া: ২৩ অক্টোবর (বৃহস্পতিবার), ২৫) ছটপুজো: ২৭ অক্টোবর (সোমবার), ২৬) নানকজয়ন্তী: ৫ নভেম্বর (বুধবার), ২৭) ক্রিসমাস: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)

এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি থাকছে সরস্বতী পুজোর পরদিন: ৩ ফেব্রুয়ারি, শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী: ১৪ ফেব্রুয়ারি, শিবরাত্রি: ২৬ ফেব্রুয়ারি, দোলযাত্রার পরদিন: ১৫ মার্চ, হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী: ২৭ মার্চ, ইদ-উল-ফিতরের পরদিন: ১ এপ্রিল, ইদুজ্জোহার আগের দিন: ৬ জুন,
রথযাত্রা: ২৭ জুন, রাখিবন্ধন: ৯ অগস্ট, ফাতেহা-দোয়াজ়-দাহাম: ৫ সেপ্টেম্বর, দুর্গাপুজোর চতুর্থী: ২৬ সেপ্টেম্বর, দুর্গাপুজোর পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর, দুর্গাপুজোর একাদশী: ৩ অক্টোবর, দুর্গাপুজোর দ্বাদশী: ৪ অক্টোবর, লক্ষ্মীপুজোর পরের দিন: ৭ অক্টোবর, কালীপুজো (অতিরিক্ত ছুটি): ২১ অক্টোবর এবং ২২ অক্টোবর,
ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ২৪ অক্টোবর, ছটপুজোর পরের দিন: ২৮ অক্টোবর, বিরসা মুন্ডার জন্মবার্ষিকী: ১৫ নভেম্বর ছুটি মিলবে।

Nabanna Government of West Bengal gives deadline to send Banglar Bari first installment

আরও পড়ুন: বিরাট বদল! নতুন বছরেই দিঘার পর্যটকদের জন্য কড়াকড়ি! চালু হচ্ছে একগুচ্ছ নিয়ম 

শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব: ৬ জানুয়ারি, গুরু রবিদাসদের জন্মবার্ষিকী: ১২ ফেব্রুয়ারি, খ্রিস্টানদের ইস্টার: ১৯ এপ্রিল,হুল দিবস: ৩০ জুন ছুটি থাকবে। এদিকে ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। ২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার। গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের। তবে সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর